Connect with us

বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ডে প্রথম চার দেয়ালের বাইরে বাংলাদেশ দল


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডে প্রথম ধাপের আইসোলেশন শেষ করেছে বাংলাদেশ দল। ১৬ ডিসেম্বর অনুশীলন করতে মাঠেও গিয়েছে মাহমুদুল হাসান জয়-মুশফিকুর রহিমরা। যদিও বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি তারা।

এছাড়াও প্রথম ধাপের আইসোলেশনের শেষ মুহূর্তে করোনা পরীক্ষা করানো হয় টাইগারদের। করোনা পরীক্ষায় নেগেটিভ হন সকলেই। এক ভিডিও বার্তায় এসব তথ্য দেন দলের অভিভাবক খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, 'বিজয়ের পঞ্চাশ ম্যাচে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ্‌ সবাই নেগেটিভ এসেছি রিপোর্টে। আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে।'

'আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করব। তো ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে প্র্যাকটিসেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।'

এদিকে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ এক দিন আগেই করোনা পজিটিভ হয়েছিল। স্বাভাবিকভাবেই তিনি আইসোলেশনে থাকছেন। ১৭ ডিসেম্বর দলের করোনা নেগেটিভ সদস্যরা আরেকটি হোটেলে গিয়ে আইসোলেশনে থাকবে।

সুজন আরও বলেন, 'কালকে আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য একটা হোটেলে। আর যারা ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে উনারা জিম ব্যবহার করতে পারবেন। আর উনারা ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবেন। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।'

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে পহেলা জানুয়ারি। লম্বা কোয়ারেন্টিন পর্ব শেষ করতে গত ৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছিল টাইগাররা।

সর্বশেষ

১৬ মে, সোমবার, ২০২২

সাকিব-নাঈমদের ধৈর্য পরীক্ষা নিচ্ছেন ফারনান্দো

১৫ মে, রবিবার, ২০২২

বল স্টাম্পে লাগলেই আউট চান চাহাল

১৫ মে, রবিবার, ২০২২

এক ম্যাচ পরই মত বদলালেন আইয়ার

১৫ মে, রবিবার, ২০২২

চেন্নাইকে হারিয়ে কলকাতার ফ্লাইট ধরলো গুজরাট

১৫ মে, রবিবার, ২০২২

৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

১৫ মে, রবিবার, ২০২২

অনুশীলন ‘না’ করলেও সাকিবের ওপর আস্থা থাকবে, বলছেন হেরাথ

১৫ মে, রবিবার, ২০২২

রশিদদের দাবিয়ে রাখতে পারবেন না: পিটারসেন

১৫ মে, রবিবার, ২০২২

চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি এক পথচারী

১৫ মে, রবিবার, ২০২২

নেতৃত্ব হার্দিককে আরও বিনয়ী করে তুলছে: শামি

১৫ মে, রবিবার, ২০২২

হাসপাতাল ছেড়ে টিম হোটেলে ফিরলেন পৃথ্বী

আর্কাইভ

বিজ্ঞাপন