Connect with us

বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ডে প্রথম চার দেয়ালের বাইরে বাংলাদেশ দল


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডে প্রথম ধাপের আইসোলেশন শেষ করেছে বাংলাদেশ দল। ১৬ ডিসেম্বর অনুশীলন করতে মাঠেও গিয়েছে মাহমুদুল হাসান জয়-মুশফিকুর রহিমরা। যদিও বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি তারা।

এছাড়াও প্রথম ধাপের আইসোলেশনের শেষ মুহূর্তে করোনা পরীক্ষা করানো হয় টাইগারদের। করোনা পরীক্ষায় নেগেটিভ হন সকলেই। এক ভিডিও বার্তায় এসব তথ্য দেন দলের অভিভাবক খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, 'বিজয়ের পঞ্চাশ ম্যাচে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ্‌ সবাই নেগেটিভ এসেছি রিপোর্টে। আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে।'

'আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করব। তো ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে প্র্যাকটিসেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।'

এদিকে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ এক দিন আগেই করোনা পজিটিভ হয়েছিল। স্বাভাবিকভাবেই তিনি আইসোলেশনে থাকছেন। ১৭ ডিসেম্বর দলের করোনা নেগেটিভ সদস্যরা আরেকটি হোটেলে গিয়ে আইসোলেশনে থাকবে।

সুজন আরও বলেন, 'কালকে আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য একটা হোটেলে। আর যারা ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে উনারা জিম ব্যবহার করতে পারবেন। আর উনারা ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবেন। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।'

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে পহেলা জানুয়ারি। লম্বা কোয়ারেন্টিন পর্ব শেষ করতে গত ৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছিল টাইগাররা।

সর্বশেষ

১৩ আগস্ট, শনিবার, ২০২২

বাংলাদেশের ইনিংস ঘোষণা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

ডারবানের হয়ে খেলবেন লক্ষ্ণৌয়ের ঘরের ছেলে ডি কক-হোল্ডার

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

সবাই চাচ্ছিলো আমি যেন রান করি: বিজয়

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনায় নেই মালিক, জানিয়ে দিলেন বাবর

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

ওয়ানডেতেও ফিরলেন হেটমায়ার

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

এমআই এমিরেটসের হয়ে খেলবেন পোলার্ড-বোল্টরা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

মরগানের নেতৃত্বে খেলবেন মাশরাফি

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

পুরস্কারের অর্থ লঙ্কান শিশুদের দান করেছেন কামিন্স-ওয়ার্নাররা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হারলো আফগানিস্তান

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

জিম্বাবুয়ে সফরে ভারতকে নেতৃত্ব দেবেন রাহুল

আর্কাইভ

বিজ্ঞাপন