Connect with us

অ্যাশেজ সিরিজ

অ্যাডিলেডে খেলছেন না কামিন্স, অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

কোভিড সংক্রান্ত জটিলতায় অ্যাডিলেডে চলমান দিবা রাত্রির টেস্টে অস্ট্রেলিয়া একাদশে খেলা হচ্ছে না প্যাট কামিন্সের। তার বদলে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ।

ম্যাচের আগের রাতে রেস্টুরেন্টে বসে রাতের খাবার খাচ্ছিলেন কামিন্স। তার কাছাকাছি কোভিড আক্রান্ত এক রোগী ছিলেন। বিষয়টি নজরে আসে সংশ্লিষ্টদের।

এরপরই পিসিআর টেস্ট করানো হয় কামিন্সকে। রিপোর্ট নেগেটিভ আসে তার। যদিও নিয়ম অনুযায়ী কামিন্সকে এক সপ্তাহের আইসোলেশনে থাকতে হবে। যার কারণে এই ম্যাচে খেলছেন না তিনি।

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, 'গত রাতে কামিন্স একটি রেস্টুরেন্টে রাতের খাবার খাচ্ছিলো। সে অবশ্যই বায়ো বাবলের কোনো নিয়ম ভাঙেনি। সে যখন অবস্থা বুঝতে পেরেছে, তখনই সে নিজেকে সরিয়ে নিয়েছে, আইসোলেশন করেছে। পিসিআর টেস্টে তার রিপোর্ট নেগেটিভ আসে। আশা করা যায় সে মেলবোর্নে পরের ম্যাচে খেলবে।'

কামিন্স না খেলায় অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন মাইকেল নেসার। ইনজুরির কারণে আরেক পেসার জস হ্যাজেলউড না খেলায় তার জায়গায় খেলছেন ঝাই রিচার্ডসন।

২০১৮ সালের কেপটাউন টেস্টের পর আবারও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ। চলমান ম্যাচে তার ডেপুটি ট্রাভিস হেড। শেষ খবর পাওয়া পর্যন্ত, টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন স্মিথ। অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১.৪ ওভারে এক উইকেটে ১৫ রান।

 

 

 

 

সর্বশেষ

১৬ মে, সোমবার, ২০২২

সাকিব-নাঈমদের ধৈর্য পরীক্ষা নিচ্ছেন ফারনান্দো

১৫ মে, রবিবার, ২০২২

বল স্টাম্পে লাগলেই আউট চান চাহাল

১৫ মে, রবিবার, ২০২২

এক ম্যাচ পরই মত বদলালেন আইয়ার

১৫ মে, রবিবার, ২০২২

চেন্নাইকে হারিয়ে কলকাতার ফ্লাইট ধরলো গুজরাট

১৫ মে, রবিবার, ২০২২

৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

১৫ মে, রবিবার, ২০২২

অনুশীলন ‘না’ করলেও সাকিবের ওপর আস্থা থাকবে, বলছেন হেরাথ

১৫ মে, রবিবার, ২০২২

রশিদদের দাবিয়ে রাখতে পারবেন না: পিটারসেন

১৫ মে, রবিবার, ২০২২

চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি এক পথচারী

১৫ মে, রবিবার, ২০২২

নেতৃত্ব হার্দিককে আরও বিনয়ী করে তুলছে: শামি

১৫ মে, রবিবার, ২০২২

হাসপাতাল ছেড়ে টিম হোটেলে ফিরলেন পৃথ্বী

আর্কাইভ

বিজ্ঞাপন