নেপাল ক্রিকেট

নেপালের নতুন অধিনায়ক লামিচানে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:43 বুধবার, 15 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নেপালের ক্রিকেটে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে গ্যানেন্দ্র মাল্লাকে। সেই সঙ্গে দায়িত্ব কেড়ে নেয়া হয়েছে সহ-অধিনায়ক দীপেন্দ্র সিংকে। দুজনকেই কেন্দ্রীয় চুক্তি থেকে বহিস্কার করা হয়েছে ৬ মাসের জন্য।

নেপালের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সন্দীপ লামিচানেকে। এই অলরাউন্ডার বিশ্ব জোড়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশ জনপ্রিয়। এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, বিগ ব্যাশে খেলেছেন তিনি। 

অধিনায়ক ও সহ-অধিনায়কের সঙ্গে সোমপাল কামি ও কামাল সিংকেও কেন্দ্রীয় চুক্তি থেকে ৬ মাসের জন্য বাদ দেয়া হয়েছে। নেপালের ক্রিকেটারদের যে চুক্তি ২০২২ সালের জানুয়ারি থেকে শুরু হবে এতে থাকছেন না এই চার ক্রিকেটার।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) বুধবার তাদের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই চার জনের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়।

এই চারজনের বিরুদ্ধে অভিযোগ হলো, তারা নেপালের ক্রিকেটারদের নতুন ক্যাটাগরির প্রতিবাদ করেছিলেন এবং এই বিষয়টি পর্যালোচনার দাবি জানিয়েছিলেন। তাদের সবার বিরুদ্ধে শ্রীঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।