বিসিএল

হাসান মুরাদের ঘূর্ণিতে সেন্ট্রাল জোনের বড় জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:18 বুধবার, 15 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে বিসিবি নর্থ জোনকে ইনিংস ও ৭০ রানের ব্যবধানে হারিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। স্পিনার হাসান মুরাদের ঘূর্ণিতেই টিকতে পারেনি নর্থ জোন। চতুর্থ দিন ৫ উইকেট হাতে নিয়ে ১৭২ রানে পিছিয়ে থেকে খেলতে নেমেছিল ইস্ট জোন। 

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন দারুণ শুরু করেছিলেন। দিনের শুরুর দিকে তারা দারুণ সামাল দিয়েছেন সেন্ট্রাল জোনের বোলারদের। মার্শাল এক প্রান্তে রানের চাকা সচল রেখেছেন। অঙ্কন ধীরস্থিরভাবে ইনিংস টেনেছেন।

পানি পানের বিরতির পর অঙ্কন ২৫ রান করে ফিরে গেলে, মার্শাল সেঞ্চুরি তুলে নেয়ার পর ১০১ রান করে সাজঘরে ফেরেন। ১০২ বলে ৫০ রান করা মার্শাল সেঞ্চুরিতে পৌঁছান ২৩৭ বলে। এরপর দ্রুত গুটিয়ে যায় সেন্ট্রাল জোনের ইনিংস।

একে একে সাজঘরের পথ ধরেন আরিফুল হক, আমিনুল ইসলাম বিপ্লব ও শফিকুল ইসলাম। তারা অল আউট হয় ২৭৪ রানে। নর্থ জোনের ইনিংসে চিড় ধরিয়েছেন ৬ উইকেট নেয়া হাসান মুরাদ। এ ছাড়া ৩টি উইকেট নিয়েছেন রবিউল হক। একটি উইকেট পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরি।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল জোনের হয়ে সেঞ্চুরি তুলে নেয়া দুই ওপেনার মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুন। মিঠুন ১৭৬ ও মিজানুর ১৬২ রান করেছিলেন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২১৯ রানে অল আউট হয়েছিল নর্থ জোন। জবাবে প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৬৩ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোন।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি নর্থ জোন (১ম ইনিংস): ২১৯/১০ (ওভার ৬৫.১) (ইমন ৪৬, মার্শাল ৩৫; রবিউল ৩/৩৭)

বিসিবি সেন্ট্রাল জোন (১ম ইনিংস): ৫৬৩/৩ (ডিক্লেয়ার, ওভার ১৩০.১) (মিঠুন ১৭৬, মিজানুর ১৬২; নাইম ১/৬১)

বিসিবি নর্থ জোন (২য় ইনিংস): ২৭৪/১০ (ওভার ১২১.২) (মার্শাল ১০১, তানজিদ ৯০; মুরাদ ৬/৭৪)