বিসিএল

সেঞ্চুরি মিস আফিফের, সাউথ জোনের সহজ জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:57 বুধবার, 15 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে ইস্ট জোনকে ৮ উইকেটে হারিয়েছে সাউথ জোন। শেষ দিনে নাহিদুল ইসলামের অসাধারণ বোলিংয়ে ইস্ট জোনের দ্বিতীয় ইনিংস থামে ২৫৭ রানে। এদিকে আফিফ হোসেন ধ্রুব থামেন ৮৬ রানে। ফলে জয়ের জন্য সাউথ জোনের সামনে লক্ষ্য দাঁড়ায় ৯০ রানের। আর তাতে সহজেই ম্যাচ জিতে সাউথ জোন।

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে চতুর্থ দিনে ম্যাচ বাঁচানোর জন্য ইস্ট জোন তাকিয়ে ছিল আফিফের ব্যাটে। কিন্তু এদিন বেশি কিছু করতে পারেননি আফিফ। আগের দিনের ৭৩ রানে অপরাজিত থাকা এই ব্যাটার ফরহাদ রেজার বলে বিদায় নেন।

আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার ইরফান শুক্কুর এদিন থামেন ৪০ রানে। তাকে ফিরিয়েছেন নাহিদুল। তৃতীয় দিনেই পাঁচ উইকেট হারানো দলটি শেষ দিনে আর ম্যাচে ফিরতে পারেনি ইস্ট জোন।

অল্প রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার এনামুল হক বিজয় (১১) ও পিনাক ঘোষকে (২) হারায় সাউথ জোন। দলটিকে জয়ের বন্দরে পৌঁছে দেন হাফ সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয় (৫৪*) ও অমিত হাসান (১৯*)।

ইস্ট জোনের হয়ে দুটি উইকেটই নেন রেজাউর রহমান রাজা। প্রথম ইনিংসে দলটির সংগ্রহ ছিল ২৬০ রান। জবাবে জাকির হাসানের ১৫৮ রানের সুবাদে সাউথ জোন করে ৪২৯ রান।

সংক্ষিপ্ত স্কোর-

ইস্ট জোন (প্রথম ইনিংস)- ২৬০/১০ (৮৬.২ ওভার)
(আশরাফুল ৬১, ইমরুল ৪৬; মেহেদি ৫/৮১, নাসুম ৫/৯৬)

সাউথ জোন (প্রথম ইনিংস)- ৪২৯/১০ (১১৮.২ ওভার)
(জাকির ১৫৮, বিজয় ৮৮, নাসুম ৫৯; এনামুল ৩/ ৬৯, আশরাফুল ৩/৮২)

ইস্ট জোন (দ্বিতীয় ইনিংস)- ২৫৭/১০ (৮৪.২ ওভার)
(আফিফ ৮৬*, ইরফান ৪০, ইমরুল ৩৯; নাহিদুল ৪/৩০, মেহেদী ২/১০০)

সাউথ জোন (দ্বিতীয় ইনিংস)- ৯০/২ (২১.৩ ওভার) (লক্ষ্য ৯০ রান)
(তৌহিদ ৫৪*; রাজা ২/১৬)