Connect with us

আইসিসি র‍্যাঙ্কিং

শীর্ষস্থান হারালেন বাবর


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাবর আজম। তাকে টপকে শীর্ষে উঠে এসেছেন ডেভিড মালান। ৮০৫ রেটিং পয়েন্ট নিয়ে এখন সবার উপরে আছেন ইংলিশ ব্যাটার মালান। আর ৭৯৬ রেটিং নিয়ে দুই নম্বরে নেমে এসেছে বাবর।

পাকিস্তানি ব্যাটার হায়দার আলী ৮৬ ধাপ উন্নতি করে ৯৮তম স্থানে আছেন। তিনি ক্যারিবীয়দের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে ৬৮ ও ৩১ রানের ইনিংস খেলে তিনি এই অবস্থানে উঠে এসেছেন। বোলারদের মধ্যে শাদাব খান শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। ৫ ধাপ উন্নতি করে তিনি আছেন ৯ নম্বরে।

আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন মার্নাস ল্যাবুশেন ও ট্রাভিস হেড। অ্যাশেজের প্রথম টেস্টে দারুণ খেলার সুবাদে র‍্যাঙ্কিংয়ে দুজন সুখবর পেয়েছেন। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের সুবাদে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ উন্নতি করেছেন ল্যাবুশেন। তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।

আগের মতই শীর্ষ স্থান ধরে রেখেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। এদিকে হেড ১৫২ রানের ইনিংস খেলে ১৬ ধাপ উন্নতি করে ১০ নম্বরে অবস্থান করছেন। উন্নতি করেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারও। তিনি তিন ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। ইংলিশ ব্যাটার ডেভিড মালান ১৮ ধাপ এগিয়ে ৭৭ নম্বরে রয়েছেন।

এদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন দুই ইংলিশ পেসার অলি রবিনসন ও মার্ক উড। ৪ ধাপ এগিয়ে ৩১তম স্থানে রবিনসন। আর দুই ধাপ এগিয়ে ৫০তম স্থানে উড। বাংলাদেশের বিপক্ষে দারুণ খেলে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন পাকিস্তানি স্পিনার সাজিদ আলী।

শেষ টেস্টে ১২ উইকেট নিয়ে তিনি ৫২ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৯তম স্থানে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সাকিব আল হাসান। তিনি ৮ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন। তিনি পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে ৩৩ ও ৬৩ রানের ইনিংস খেলেছিলেন।

সর্বশেষ

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

অ্যাশেজের চেয়ে বেশি উত্তাপ ভারত-পাকিস্তানের দ্বৈরথে: ভন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

পিএসএলের এবারের আসরে থাকছে প্রযুক্তির ছড়াছড়ি

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

তামিমের সঙ্গে কথা বলবেন সুজন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

সাকিব কখনই বলেনি সে খেলতে চায় না: সুজন

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

দ্রাবিড়কে প্রমাণ করতে হবে সে 'ওভাররেটেড' নয়: শোয়েব

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার রিজওয়ান

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

‘ইউনিভার্স বস চলে এসেছে, এখন যা করার সে-ই করবে’

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

হ্যাটট্রিক জয়ে চূড়ান্ত লড়াইয়ের সামনে বাংলাদেশ

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

দুরন্ত হোল্ডারে ইংল্যান্ডকে সহজেই হারাল ওয়েস্ট ইন্ডিজ

২৩ জানুয়ারী, রবিবার, ২০২২

আরব আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

আর্কাইভ

বিজ্ঞাপন