অ্যাশেজ সিরিজ

দিবা রাত্রির টেস্টের দলে ব্রড-অ্যান্ডারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:53 বুধবার, 15 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজের প্রথম টেস্টে হারলেও বল হাতে গতি এবং ধারাবাহিকতায় দুর্দান্ত ছিলেন মার্ক উড। পুরোপুরি ফিট থাকার পরও দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি ডানহাতি এই পেসারকে। দিবা রাত্রির টেস্ট তাঁকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

এদিকে অ্যাডিলেড টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে।

ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে ইংল্যান্ড। শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি তারা। সেই ম্যাচে দাপট দেখিয়ে গেছেন অজি বোলাররা। প্রথম টেস্টের একাদশে ছিলেন না ব্রড-অ্যান্ডারসন।

দুই অভিজ্ঞ পেসারকে দলে না রাখায় সমালোচনা হয়েছে ইংল্যান্ডের দল নির্বাচন নিয়েও। তবে দিবা রাত্রির টেস্টে ফেরানো হয়েছে ব্রড এবং অ্যান্ডারসনকে। সেরা একাদশে জায়গা পেতে লড়াই হতে পারে ক্রিস ওকস, ব্রড এবং স্পিনার জ্যাক লিচের মাঝে। 

লম্বা সময় পর ক্রিকেটে ফিরে বেন স্টোকস পারফর্ম করতে না পারলেও তাঁর ওপর আস্থা হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। গত কয়েকদিনে অনুশীলনে দারুণ বোলিং এবং ব্যাটিং করায় অ্যাডিলেড টেস্টের দলে রাখা হয়েছে তাঁকে। ১৬ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ইংল্যান্ডের ১২ সদস্যের দল: জো রুট (অধিনায়ক), ররি বার্নস, হাসিব হামিদ, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক লিচ, ডেভিড মালান, ওলি পোপ, ওলি রবিনসন, বেন স্টোকস এবং ক্রিস ওকস।