অ্যাশেজ

অ্যাডিলেড টেস্টের একাদশে ওয়ার্নার-রিচার্ডসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:03 বুধবার, 15 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

একাদশে এক পরিবর্তন নিয়ে অ্যাডিলেড টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন জস হ্যাজেলউড। তার পরিবর্তে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পাচ্ছেন ঝাই রিচার্ডসন। বুধবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্যাট কামিন্স।

ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ ওভারে বোলিং করেছিলেন হ্যাজেলউড। সাইড স্ট্রেইনের চোটের কারণে তিনি নিজের সেরাটা দিতে পারেননি। তাই এই ডানহাতি পেসারকে ছাড়াই ব্রিসবেনের শেষটায় আলো ছড়াতে হয়েছে কামিন্সের দলকে।

হ্যাজেলউডের ইনজুরি গুরুতর হওয়ায় ব্রিসবেন থেকে দলের সঙ্গে অ্যাডিলেডে না গিয়ে সিডনির বিমান ধরেছেন তিনি। অ্যাডিলেডে তার পরিবর্তে সুযোগ মিলছে আরেক ইনফর্ম পেসার রিচার্ডসনের। 

২০১৯ সালের শুরুর দিকে শেষবার অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছিলেন এই পেসার। এরপর আর সাদা পোশাকের ক্রিকেটে দেখা যায়নি রিচার্ডসনকে। শেষ পর্যন্ত হ্যাজেলউডের অনুপস্থিতিতে তার ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। যার কারণে অ্যাডিলেড টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে ম্যাচের আগের দিন কামিন্স নিশ্চিত করলেন, অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে খেলছেন এই ওপেনার।

সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় মার্ক উডের একটি বলে বুকের পাজরে লাগলে আঘাত পেয়েছিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এই ওপেনার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালে ফিল্ডিংও করেননি।

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, ঝাই রিচার্ডসন।