বিসিএল

জাকিরের ১৫৮, আফিফের ব্যাটে স্বপ্ন দেখছে ইস্ট জোন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:42 মঙ্গলবার, 14 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) জাকিরের দেড়শ পার করা ইনিংসে ৪২৯ রানের বড় সংগ্রহ গড়েছে সাউথ জোন। ম্যাচের তৃতীয় দিন শেষে আফিফ হোসেনের হাফ সেঞ্চুরিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ১৯৫ রান করেছে ইস্ট জোন। প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হওয়া দলটি ২৬ রানের লিড নিয়েছে।

শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগের দিন ৯১ রানে অপরাজিত থাকা জাকির এদিন থেমেছে ১৫৮ রান করে। ইনিংসে ছিল ১৯টি চার ও দুটি ছয়ের মার।

নবম উইকেট জুটিতে জাকিরের সঙ্গে ১০৪ রান যোগ করেন স্পিনার নাসুম আহমেদ। নাসুমের ব্যাটে আসে ৫৯ রানের কার্যকরী ইনিংস। আর তাই ১৬৯ রানের লিড পেয়ে ইনিংস শেষ করতে পারে সাউথ জোন।

বোলিংয়ে নেমে আবারও দাপট দেখায় নাসুম ও মেহেদী হাসান। ইস্ট জোনের প্রথম ইনিংসে পাঁচ উইকেট করে পাওয়া এই দুই বোলার এই ইনিংসে দুটি করে চারটি উইকেট নিয়েছেন।

দুজনের ঘূর্ণিতে তাই সুবিধা করতে পারেনি ইস্ট জোনের ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে ৬২ রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাটে আসে ৩৯ রান। এছাড়া ২৫ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল।

যদিও ইস্ট জোনকে স্বপ্ন দেখাচ্ছেন আফিফ। ৭৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন তিনি। তাকে সঙ্গ দেবেন ১৮ রান নিয়ে ব্যাটিংয়ে থাকা ইরফান শুক্কুর।

সংক্ষিপ্ত স্কোর-

ইস্ট জোন প্রথম ইনিংস- ২৬০/১০ (৮৬.২ ওভার)
(আশরাফুল ৬১, ইমরুল ৪৬; মেহেদি ৫/৮১, নাসুম ৫/৯৬)

সাউথ জোন প্রথম ইনিংস- ৪২৯/১০ (১১৮.২ ওভার)
(জাকির ১৫৮, বিজয় ৮৮, নাসুম ৫৯; এনামুল ৩/ ৬৯, আশরাফুল ৩/৮২)

ইস্ট জোন দ্বিতীয় ইনিংস- ১৯৫/৫ (৫৩ ওভার)
(আফিফ ৭৩*, ইমরুল ৩৯; মেহেদী ২/৪৭, নাসুম ২/৬৫)