এলপিএল

কোহলিকে এলপিএলে দেখতে চান রাজাপাকসে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:41 মঙ্গলবার, 14 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিরাট কোহলি বর্তমানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় তারকা। যে কোনো অধিনায়কই তাকে নিয়ে দল সাজাতে চাইবেন। যদিও ভারতের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি নেই ভারতীয় ক্রিকেটারদের।

এরপরও ভারতের এই টেস্ট অধিনায়ককে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দেখতে চান ভানুকা রাজাপাকশে। এই লঙ্কান ব্যাটার গল গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্বে আছেন। গত আসরে শহীদ আফ্রিদির অনুপস্থিতিতে নেতৃত্বের ভার এসে পড়ে তার কাঁধে।

এবারের আসরের শুরু থেকেই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সম্প্রতি এক আলাপচারিচায় কোহলিকে এলপিএলে দেখার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অধিনায়কত্ব তাকে আক্রমণাত্মক ব্যাটার হতে কতটা সাহায্য করছে এই বিষয়েও খোলাসা করেছেন তিনি।

রাজাপাকশেকে জিজ্ঞেস করা হয়েছিল তার পছন্দের ভারতীয় ক্রিকেটার কে? উত্তরে এই লঙ্কান ব্যাটার বলেন, 'কোনো সন্দেহ ছাড়াই বলবো বিরাট কোহলি।' সেই সঙ্গে কোন ভারতীয় ক্রিকেটারকে এলপিএলে দেখতে চান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অবশ্যই বিরাট কোহলি।'

এবারের এলপিএলে শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়ে রাজাপাকসে বলেন, 'একটি দলকে নেতৃত্ব দেয়া সবসময়ই চমৎকার ব্যাপার। আমি এটার সুযোগ পেয়েছি কারণ শহীদ আফ্রিদি ব্যক্তিগত কারণে মাঝ পথে চলে গিয়েছিলেন। ছেলেদের সঙ্গে আমার দারুণ সময় কেটেছে এবং আমি এ বছর শিরোপা জিততে চাই।'

অধিনায়ক হিসেবে বেশ আক্রমণাত্মক রাজাপাকসে। এর প্রতিফলন দেখা গেছে এলপিএলে। এই লঙ্কান ব্যাটার জানিয়েছেন, তিনি ম্যাচ জয়ের মানসিকতায় থাকেন সবসময়। কোনো পরিস্থিতিতেই ১০-১৫ রানে ম্যাচ হারতে চান না তিনি।

রাজাপাকসে বলেন, 'অনেকদিন ধরে আমি দলকে নেতৃত্ব দিচ্ছি এবং এটা সবসময়ই আমার ব্যাটিংয়ে ইতিবাচক প্রভাব ফেলে। অধিনায়ক হিসেবে আমি সবসময় আক্রমণাত্মক থাকি। আমি কোনো সময়ই ১০-১৫ রানে ম্যাচ হারতে চাই না। অধিনায়কত্ব আমার ব্যাটিংকে আরও আক্রমণাত্মক করে তুলেছে।'