promotional_ad

বিপিএল খেলতে চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ করেছেন হরভজন সিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আগ্রহ দেখিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী স্পিনার হরভজন সিং। এই ব্যাপারে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে যোগাযোগও করেছেন তিনি।


বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, ভারতের কোনও ক্রিকেটার বা সাবেক ক্রিকেটার দেশের বাইরের কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন না।


যদিও বিসিসিআই চাইলে চুক্তির বাইরে থাকা কোনও ক্রিকেটারকে বিশেষভাবে অনুমতি দিয়ে দেয়। বিপিএল খেলতে আগ্রহী হরভজন এখন সেই প্রক্রিয়া সারতেই ব্যস্ত।


promotional_ad

এদিকে ব্যাটে-বলে মিলে গেলে হরভজনকে দলে ভেড়ানোর প্রবল ইচ্ছা আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। ফ্র্যাঞ্চাইজিটির সি.ই.ও সৈয়দ ইয়াসির আলম ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছেন।


ইয়াসির আলম বলেন, 'প্রাথমিকভাবে আমাদের কথা হয়েছে। বাকিটা দেখি কীভাবে কী করা যায়। ওর দিক থেকেই আমাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে। সে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিতে থাকছে না। আইপিএলেও নেই। টিম রাইট থাকে অনেকের।'


'যুবরাজ সিংও দেশের বাইরে খেলেছে। আমরা চিন্তা করেছি যে, আমরা একটু কথা বলে দেখি ব্যাটে-বলে মিলে কিনা। সে অনেক বড় তারকা। ব্যাটে-বলে ব্যাপারটা লম্বা হয় কিনা দেখি।'


এবারের বিপিএলে অংশ নিতে আটটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। সেখান থেকে ইতোমধ্যে বাছাই করা হয়েছে ছয়টি প্রতিষ্ঠানকে। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারের (১৬ ডিসেম্বরের) মধ্যে ছয়টি দলকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেবে বিসিবি।


এছাড়াও এবারের আসরে কোনো আইকন ক্রিকেটার থাকছে না। প্রতিটি দল একজন করে তারকা ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ পাচ্ছে। আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মাঝের কোনো সময়ে আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball