বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ

বিজয় দিবসে মিরপুরে খেলবেন নান্নু-আকরামরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:27 সোমবার, 13 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাবেক ক্রিকেটারদের নিয়ে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। 

শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ নামে দুই দলে বিভক্ত হয়ে লড়বেন সাবেক ক্রিকেটাররা। মুক্তিযুদ্ধের দুই বীর শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুশতাক আহমেদের স্মরণে ১৯৭২ সাল থেকে প্রতি বছর এই প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে।

শহীদ জুয়েল ছিলেন আজাদ বয়েজ ক্লাবের উদ্বোধনী ব্যাটার। খেলার মাঠের আক্রমণাত্মক এই ব্যাটার মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। কিন্তু শেষ পর্যন্ত পাক হানাদার বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন তিনি।

শহীদ মুশতাক ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক। আজাদ বয়েজ ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি। তার এই প্রিয় কর্মস্থলের কাছেই ২৫ মার্চের কালরাতে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন তিনি। এরই মধ্যে দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

শহীদ জুয়েল একাদশে আছেন রকিবুল হাসান, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার সুমন ও এনামুল হক মনির মত সাবেক তারকা ক্রিকেটাররা। তাদের প্রতিপক্ষ দল শহীদ মুশতাক একাদশে আছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদীন নান্নুরা, আকরাম খানের মতো এক সময়ের দ্যুতি ছড়ানো ক্রিকেটার।

শহীদ জুয়েল একাদশ- মেহরাব হোসেন অপি, এএসএম রকিবুল হাসান, সজল চৌধুরী, আনোয়ার হোসেন, সাজ্জাদ আহম্মেদ শিপন, আব্দুল হান্নান সরকার, মাহমুদুল হাসান রানা, হাবিবুল বাশার সুমন, নাসির আহম্মেদ নাসু, এনামুল হক মণি, শাফিউদ্দীন আহম্মেদ বাবু, মুশফিকুর রহমান, মুর্শেদ আলি খান, মনজুরুল ইসলাম এবং ওয়াহিদুল গণি।

শহীদ মুশতাক একাদশ- জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, এহসানুল হক সেজান, আতাহার আলী খান, হাসিবুল হোসেন শান্ত, তারেক আজিজ খান, তালহা জুবায়ের, মোহাম্মদ আলি, সানোয়ার হোসেন, আজহার হোসেন শান্ত, ফাহিম মুন্তাসির সুমিত।