বিসিএল

মিঠুন-মিজানুরের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে সেন্ট্রাল জোন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:05 সোমবার, 13 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসরের প্রথম রাউন্ডে রানের পাহাড় গড়ছে ওয়ালটন সেন্ট্রাল জোন। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৩০ রান। দলটির সঙ্গে সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান।

দুজনের সামনেই হাতছানি দিচ্ছিলো ডাবল সেঞ্চুরি। যদিও তারা কেউই এই ম্যাজিকাল ফিগারে পৌঁছাতে পারেননি। মিজানুর ১৬২ রান করে আউট হয়েছেন আর মিজানুরের ব্যাট থেকে এসেছে ১৬২ রান। দ্বিতীয় দিন শেষে সেন্ট্রাল জোনের লিড ২১১ রানের। 

দলটির হয়ে সৌম্য সরকার ৩৯ ও ৪০ রান করে সালমান হোসেন ইমন অপরাজিত আছেন। প্রথমদিন ২১৯ রান করে অল আউট হয়েছিল বিসিবি নর্থ জোন। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান তুলে দিনের খেলা শেষ করেছিল সেন্ট্রাল জোন।

মিঠুন ৪৩ ও মিজানুর ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই হাফ সেঞ্চুরি তুলে নেন মিঠুন। মধ্যাহ্নভোজের বিরতির পর ১৪৫ বলে প্রথম শ্রেনির ক্রিকেটে ১৩তম সেঞ্চুরি তুলে নেন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ এই ব্যাটার।

মিঠুনের পর সেঞ্চুরি তুলে নিতে বেশি সময় নেননি মিজানুর। তিনি ১৬৩ বলে সেঞ্চুরি তুলে নেন সেন্ট্রাল জোনের এই ওপেনার। এই দুই ওপেনার মিলে সেন্ট্রাল জোনকে ৩২৭ রানের রেকর্ড জুটি উপহার দিয়েছেন। তৃতীয় উইকেট সৌম্য ও সালমান ৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন।