বিসিএল

বিজয়ের ১২ রানের আক্ষেপ, সেঞ্চুরির অপেক্ষায় জাকির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:33 সোমবার, 13 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে এনামুল হক বিজয় ও জাকির হাসানের হাফ সেঞ্চুরিতে ইস্ট জোনের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ছয় উইকেটে ২৮৮ রান করেছে সাউথ জোন।

শুরুর দিকে অবশ্য ভোগান্তিতে পড়েছিল সাউথ জোন। মাত্র ৪২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে তারা। ১৬ রানে পিনাক ঘোষ, ৪ রানে অমিত হাসান ও ৩ রানে তৌহিদ হৃদয় বিদায় নেন।

এরপর ১২৮ রানের জুটি গড়েন বিজয় ও জাকির। মাত্র ১২ রানের জন্যে সেঞ্চুরি করতে পারেননি বিজয়। ব্যক্তিগত ৮৮ রানে মোহাম্মদ আশরাফুলের বলে বিদায় নিয়েছেন তিনি।

এরপর দ্রুত সময়ে নাহিদুল ইসলাম (৭) ফিরে গেলে উইকেটরক্ষক জাকিরের সঙ্গে পুনরায় হাল ধরেন অধিনায়ক ফরহাদ রেজা। ৩৮ রানে আশরাফুলের বলে বিদায় নেন তিনিও।

বাকি সময়টা নিরাপদে পার করেন জাকির ও মেহেদি হাসান। জাকির ৯১ রান করে সেঞ্চুরির প্রত্যাশায় আছেন। অপরদিকে বল হাতে প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া মেহেদি ২৮ রানে আছেন।

ইস্ট জোনের হয়ে নাঈম হাসান তিনটি ও আশরাফুল দুটি উইকেট নেন। প্রথম ইনিংসে ইস্ট জোন করেছিল ২৬০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ইস্ট জোন প্রথম ইনিংস: ২৬০/১০ (৮৬.২ ওভার)
(আশরাফুল ৬১, ইমরুল ৪৬; মেহেদি ৫/৮১, নাসুম ৫/৯৬)

সাউথ জোন প্রথম ইনিংস: ২৮৮/৬ (৮২ ওভার)
(জাকির ৯১*, বিজয় ৮৮; নাঈম ৩/৯৫)