রুটের নেতৃত্বের সমালোচনায় ম্যাককালাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:01 সোমবার, 13 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জো রুট নিঃসন্দেহে ইংল্যান্ডের সেরা ব্যাটারদের অন্যতম একজন। কিন্তু ক্রিকেট মহলে প্রায়ই তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এবার আবারও তার নেতৃত্বের সমালোচনা করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। 

বেশ কয়েক বছর ধরে রুটে নেতৃত্বে ইংল্যান্ড দল হিসেবে সুবিধা করতে পারছে না। ইংলিশদের সাদা পোশাকের অধিনায়কের নেতৃত্ব নিয়ে তাই প্রশ্ন উঠেছে বারবার। ঘরের মাঠে সর্বশেষ ভারত সিরিজ কিংবা চলমান অ্যাশেজ সিরিজ সব জায়গায়ই তার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ।

ম্যাককালাম বলেন, 'আমি মনে করি, রুট একজন ভালো মানুষ। সে একজন অসাধারণ ক্রিকেটার এবং সবাই বলে সে ভালো নেতা। আমি তা(নেতৃত্ব গুণ) দেখিনি। আমার কাছে নেতৃত্ব মানে শুধু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া নয়। আমার মনে হয়, তিনি বিশ্বসেরা নন।'

২০১৭ সালে ইংল্যান্ডের দায়িত্ব নেয়ার পর থেকে ৫৭ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন রুট। যেখানে ২৭ জয়ের বিপরীতে ২২ হার ইংলিশদের। আর বাকি ৮ ম্যাচে কোনো ফলাফল হয়নি। এই সময়ে সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ড জয় পেয়েছে প্রায় ৪৭ শতাংশ ম্যাচে। 

জয়ের শতকরা হিসেবে রুটকে ব্যর্থ বলার সুযোগ নেই। তবে তার সময়ে টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ ধারাবাহিকভাবে ব্যর্থ। তাছাড়া মাঠের সিদ্ধান্তেও তার ঘটতির জায়গা বেশ কিছু ম্যাচে ফুটে উঠেছে। নিজে পারফর্ম করলেও দলের বাকিদের সেরাটা বের করে আনতে পারছেন না রুট এমনটাই ধারণা ম্যাককালামের।

নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বলেন, 'রুটের নেতৃত্বে তাদের ব্যাটিং লাইন আপে কেউ ভালো কোনো অর্জন বা উন্নতি করতে পারেনি। এটাই আমার কাছে চিন্তার কারণ। তবে এখানে (রান সংগ্রহ) অধিনায়ক সবার চেয়ে আলাদা, দলের অন্য সকল ব্যাটারদের চেয়ে সে এগিয়ে আছে।'