বিসিএল

মিঠুন-মিজানুরের ব্যাটে স্বস্তির দিন সেন্ট্রাল জোনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:26 রবিবার, 12 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম দিন শেষেই শক্ত অবস্থানে রয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। আগে বোলিংয়ে নেমে বিসিবি নর্থ জোনকে ২১৯ রানে অল আউট করে দিয়েছে সেন্ট্রাল জোন। এরপর কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করে দিন পার করেছে তারা।

দলটির হয়ে মোহাম্মদ মিঠুন ৪৩ ও মিজানুর রহমান ১৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত আছেন। এদিন অবশ্য আগে ব্যাটিংয়ে নেমে নর্থ জোনকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার তানজিম হাসান সাকিব ও পারভেজ হোসেন ইমন।

এরপর আরেক ওপেনার ইমন ৪৬ রানে আউট হয়ে যান। মিডল অর্ডারে অধিনায়ক মার্শাল আইয়ুবের ৩৫, তানভির হায়দার ও আরিফুল হকের সমান ২৫ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় নর্থ জোন।

লোয়ার অর্ডারে নেমে সানজামুল ইসলাম ২১ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। আর ২১ রান করেছিলেন লেগ স্পিন অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব। শেষের দিকে কেউ দাঁড়াতে না পারলে নর্থ জোনের ইনিংস থামে ২১৯ রানে।

সেন্ট্রাল জোনের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন রবিউল হক। দুটি উইকেট নিয়েছেন শুভাগত হোম আর একটি করে উইকেট পেয়েছেন মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি ও হাসান মুরাদ।

জবাবে খেলতে নেমে ওপেনিং জুটির ওপর ভর করেন দিন পাড়ি দিয়েছে সেন্ট্রাল জোন। ৫৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৩ রানে অপরাজিত মিঠুন। এই ওপেনার আগ্রাসী ইনিংস খেললেও দেখেশুনে খেলে ৪৮ বলে ১৮ রানে অপরাজিত মিজানুর।