বিসিএল

রাজশাহীতে আশরাফুলের হাফ সেঞ্চুরি, নাসুম-মেহেদির পাঁচ উইকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:14 রবিবার, 12 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ২০২১-২২ মৌসুমের উদ্বোধনী দিনে সাউথজোনের দুই স্পিনার মেহেদি হাসান ও নাসুম আহমেদের দাপটে মাত্র ২৬০ রানে অলআউট হয়েছে ইমরুল কায়েস-মোহাম্মদ আশরাফুলের ইস্ট জোন। দিনের শেষ দুই ওভার খেলতে নেমে সাউথ জোন করেছে বিনা উইকেটে তিন রান। দলটি পিছিয়ে আছে ২৫৭ রানে।

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১০১ রান তুলেছেন ইমরুল ও আশরাফুল। অধিনায়ক ইমরুল ৪৬ রানে ফিরে গেলেও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আশরাফুল। তিনি করেন ৬১ রান।

এরপর অবশ্য ইস্ট জোনের মিডল অর্ডারের কেউই দাঁড়াতে পারেননি। কেবল শাহাদাত হোসেন দিপু করেছেন ৩০ রান। এছাড়া রনি তালুকদার ১৯, আফিফ হোসেন ধ্রুব ১৩ ও ইরফান শুক্কুর ১০ রানে ফিরে যান।

১৯৫ রানের মাঝেই আট উইকেট হারায় দলটি। শেষদিকে রেজাউর রহমান রাজা ৩০ ও এনামুল হক ২৪ রান করলে আড়াইশ রান অতিক্রম করে ইস্ট জোন। সাউথ জোনের হয়ে পাঁচটি করে উইকেট নেন মেহেদি ও নাসুম।

শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে কোনো রান করেননি সাউথ জোনের দুই ওপেনার এনামুল হক বিজয় ও পিনাক ঘোষ। তিনটি রানই এসেছে অতিরিক্তর খাতা থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

ইস্ট জোন: ২৬০/১০ (৮৬.২ ওভার)
(আশরাফুল ৬১, ইমরুল ৪৬; মেহেদি ৫/৮১, নাসুম ৫/৯৬)

সাউথ জোন: ৩/০ (২ ওভার)
(বিজয় ০*, পিনাক ০*)