অ্যাশেজ

ব্রিসবেন টেস্টে খেলতে না পেরে হতাশ ব্রড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:59 রবিবার, 12 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজের প্রথম টেস্টের অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটের ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে সফরকারীরা।

সিরিজের শুরুর এই ম্যাচে খেলা হয়নি দুই ইংলিশ তারকা জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের। দলের সবচেয়ে বড় দুই তারকাকে ছাড়া খেলতে নেমে ব্রিসবেন টেস্টের শুরু থেকেই ভুগেছে ইংলিশরা।

এই দুই পেসার মিলে ইংল্যান্ডের হয়ে সম্মিলিতভাবে ১ হাজার ১৫৬ উইকেট নিয়েছেন। সিরিজের প্রথম টেস্টে না খেলতে পেরে হতাশ ব্রডও।

তিনি গনমাধ্যমকে বলেছেন, 'গত ১২ মাস অ্যান্ডারসন এবং আমি চেষ্টা করেছি এই করোনা পরিস্থিতির মধ্যেও যতটা সম্ভব ফিট থাকতে। তৈরি ছিলাম অস্ট্রেলিয়ার মাটিতে ৫ টেস্টে খেলার জন্য। আমরা ঠিকভাবেই সবকিছু করেছিলাম।'

ব্রড জানিয়েছেন দলের নির্বাচন তাদের হাতে নেই। তাই বাকি চার ম্যাচ নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন তারা, 'যদিও ইংল্যান্ড দলের নির্বাচন খেলোয়াড়দের হাতে নেই। এখানে অনেকেই আছেন যারা কন্ডিশনের বিবেচনায় নিজের পছন্দ সাজান এবং দলের কম্বিনেশন ঠিক করেন। এখন আমাদের কাজ হলো বাকি চার ম্যাচে খেলা সেটা অ্যাডিলেড থেকেই শুরু হবে।'

৩৫ বছর বয়সী ব্রড মনে করেন তিনি থাকলে ব্রিসবেন টেস্টে পার্থক্য গড়ে দিতে পারতেন। সামর্থ্য নিয়ে প্রশ্নের জবাবে ব্রড বলেন, 'অবশ্যই (পারতাম), আমি খেলতে না পারার জন্য হতাশ কিন্তু আমি বুঝতে পেরেছি এই সিরিজটি ম্যারাথনের মতো এবং শুধু একটি দৌড় প্রতিযোগীতা নয়।'