ভারতীয় ক্রিকেট

কোহলিকে সরানোয় বিসিসিআইকে ধুয়ে দিলেন সালমান বাট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:53 রবিবার, 12 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অনেকটা হুট করেই ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে বিরাট কোহলিকে। ঘটনাটি একদমই পছন্দ হয়নি সালমান বাটের। পাকিস্তানের সাবেক এই ওপেনার কোহলিকে এভাবে বিদায় জানানোয় সংশ্লিষ্টদের সমালোচনা করেছেন।

কিছুদিন আগেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলিকে ভারতের নেতৃত্ব ছাড়তে বারণ করেছিল নির্বাচকরা।

যদিও কোহলি তখন তা শোনেননি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আলাদা আলাদা দুই অধিনায়ক চায়নি বিসিসিআইয়ের নির্বাচকরা। আর তাই কোহলি ওয়ানডে থেকেও নেতৃত্ব ছাড়ার নির্দেশ দেন তারা। এরপর কোহলি তা না শুনলে তাকে একরকম বিতাড়িত করে ভারতের নির্বাচকরা।

এই ঘটনা একটুও ভালো লাগেনি সালমানের। তিনি বলেন, 'কোহলি পদত্যাগ করুক এমনটা বিসিসিআই চায়নি। সাদা বলের ক্রিকেটে দুজন নেতা থাকতে পারবে না, এটা তো তেমন কোনো বার্তা না। এখানে কাউকে ব্যথিত না করলেও পারতো তারা।'

'একটি প্রতিবেদনে দেখলাম, কোহলিকে নাকি নেতৃত্ব ছাড়ার জন্যে দুদিন সময় দিয়েছিল বিসিসিআই। তাদের কর্মকর্তারা কেমন! কোহলি দেশের হয়ে কী করেছে এটা তাদের দেখা দরকার ছিল। এই কাজটি আরও শ্রদ্ধার সঙ্গে করা যেত। কেননা এখানে একপাশে যেমন ক্রিকেট বোর্ড, আরেকপাশে বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার।'

কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে রোহিত শর্মাকে ওয়ানডে সংস্করণের নেতৃত্বভার তুলে দিয়েছে বিসিসিআই। এখন থেকে শুধুমাত্র টেস্ট দলেই নেতৃত্ব দেবেন কোহলি।