অ্যাশেজ সিরিজ

অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:31 রবিবার, 12 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্রিসবেন টেস্টের উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে অস্ট্রেলিয়া। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না জস হ্যাজেলউডের। সাইড স্ট্রেইনের চোটের কারণে অ্যাডিলেড টেস্টে থাকছেন না তিনি।

ব্রিসবেন থেকে অ্যাডিলেডে না গিয়ে সিডনির বিমান ধরতে দেখা যায় হ্যাজেলউডকে। আর তাতেই নিশ্চয়তা মিলেছে এই সংবাদের। হ্যাজেলউডের সেই যাত্রায় দলের কোনো সদস্যই তার সঙ্গে ছিল না।

গ্যাবায় নয় উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া। সেই টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ ওভারে বোলিং করেছিলেন হ্যাজেলউড। চোটের কারণে তাকে ছাড়াই বোলিং আক্রমণ সাজিয়েছিলেন প্যাট কামিন্স।

এবার তাকে বাদ দিয়েই ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়ান অধিনায়ককে। অ্যাডিলেডে আরেক ইনফর্ম পেসার ঝাই রিচার্ডসনকে খেলানোর কথা ভাবছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। ২০১৯ সালের শুরুর দিকে শেষবার অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছিলেন তিনি।

এরপর আর সাদা পোশাকের ক্রিকেটে দেখা যায়নি রিচার্ডসনকে। ব্রিসবেনে অবশ্য মিচেল স্টার্কের জায়গায় তার খেলার মৃদু সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও শেষ মুহূর্তে স্টার্কের অভিজ্ঞতায় আস্থা রেখেছিল অজি ম্যানেজমেন্ট।