ভারতীয় ক্রিকেট

রোহিতের পরিকল্পনায় নিয়মিতই থাকবেন 'বৈচিত্র্যপূর্ণ' অশ্বিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:29 রবিবার, 12 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের অধিনায়কত্ব পেয়েই রোহিত শর্মা জানালেন, সাদা বলের ক্রিকেটে তার দলের অন্যতম ভরসা রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞ এই স্পিনারকে নিয়মিতই টি-টোয়েন্টি ও ওয়ানডেতে খেলিয়ে যেতে চান তিনি।

টেস্ট দলে ভারতের নিয়মিত বোলার হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে লম্বা সময় ধরেই ছিলেন না অশ্বিন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের মাধ্যমে প্রায় চার বছর পর ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সুপার টুয়েলভে বিদায় নিলেও তিন ম্যাচ খেলে ৬ উইকেট আদায় করেন অশ্বিন। ৩৫ বছর বয়সী এই স্পিনারকে নিয়েই তাই পরিকল্পনা সাজিয়ে যেতে চান রোহিত।

তিনি বলেন, 'অশ্বিন আপনাকে চিন্তাহীন থাকার সুযোগ করে দেবে। তাকে আপনি পাওয়ার প্লে-তে ব্যবহার করতে পারেন, মাঝের ওভারগুলোতে ব্যবহার করতে পারেন। তার মতো একজন বোলারকে আমি দলে অবশ্যই ডাকব।'

'যে কিনা যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় বোলিং করতে পারে। বোলারদের যত অপশন থাকবে ততই ভালো বলে আমি মনে করি। আমি মনে করি সে আমাদের দলে দারুণ এক সংযোজন। সে অবশ্যই দলে থাকবে।'

অশ্বিনের বিশেষ ক্ষমতা তার বোলিংয়ের বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন রকমের অ্যাকশন। ক্যারিয়ারের শুরু থেকেই হরেক রকমের অ্যাকশনে বোলিং করে থাকেন তিনি। এমনিতে অফস্পিনার হলেও বিভিন্ন সময় লেগ স্পিনেও পারদর্শিতা দেখিয়েছেন তিনি। এছাড়া পাওয়ার প্লে'র মাঝে, ডেথ বোলিংয়ে বা মাঝের ওভারগুলোতেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।

রোহিত আরও বলেন, 'আপনি অবশ্যই এক-ডাইমেনসনাল বোলার দলে চাইবেন না। কেননা আপনি জানেন, সে বোলার শুধু পাওয়ার প্লে'র বাইরে বোলিং করতে পারবে বা সে ডেথ ওভারে বোলিং করতে চাইবে না বা সে শুধু ডানহাতিদের বোলিং করতে পারবে বা শুধুমাত্র বাঁহাতিদের বোলিং করতে চাইবে।'