অ্যাশেজ সিরিজ

টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা দীর্ঘ দিনের: নাসের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:41 শনিবার, 11 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট হয়েছিল ১৪৭ রানে। শেষ পর্যন্ত চার দিনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে ম্যাচ হেরেছে তারা। টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ে ইংলিশদের এমন মলিন পারফরম্যান্স দীর্ঘ দিনের সমস্যা এমনটাই বলছেন নাসের হুসেন।

গ্যাবায় হার দিয়ে অ্যাশেজ শুরু করেছে ইংল্যান্ড। অজিদের ঘরের মাঠে চতুর্থ দিনেই ইংলিশরা হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। মূলত প্রথম ইনিংসে দেড়শ পেরোনোর আগে অলআউট হওয়ার পরই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল তারা।

দ্বিতীয় ইনিংসে জো রুট-ডেভিড মালানের ব্যাটে ঘুরে দাড়ানোর চেষ্টা ছিল ইংলিশদের। তবে তা যথেষ্ট হয়নি। সাদা পোশাকের ক্রিকেটে ইংলিশদের টপ অর্ডার ব্যর্থতা দীর্ঘ দিন থেকেই স্পষ্ট। চলতি বছর টেস্ট ক্রিকেটে এক রুট ছাড়া আর কোনো ব্যাটার ৪০ এর বেশি গড়ে ব্যাটিং করতে পারেনি।

নাসের বলেন, 'ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয় দীর্ঘ দিনের সমস্যা। বেশ কয়েক বছর ধরে রুট তাদের সেরা খেলোয়াড়। আমার মনে হয়, এ বছর সেই একমাত্র ব্যাটার, যার ব্যাটিং গড় ৪০ এর উপরে। গত কয়েক বছর ধরে বোলাররা দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। গত দুই-তিন বছর ধরে আমাদের ব্যাটিং হতাশাজনক এবং খারাপ হচ্ছে।'

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪২৫ রান করেছিল। অজিদের প্রথম ইনিংসে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে ইংলিশ ফিল্ডাররা। তারা মাঠে সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়ার রানটা আরও কম হতে পারতো। সেক্ষেত্রে ম্যাচের ফল অন্য রকম হতো এমনটাই ধারণা ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের।

নাসের বলেন, 'এটা (অস্ট্রেলিয়ার) দুর্দান্ত বোলিং আক্রমণ এবং তারা কোনো ভুল করেনি। তাদের পাঁচজন বিশেষজ্ঞ বোলার আছে। এমন আক্রমণের বিপক্ষে খেলা সজহ নয়। ক্যাচ ফেলে এবং বাজে ফিল্ডিং করে আগেই ম্যাচ থেকেই ছিটকে গিয়েছিল ইংল্যান্ড।'