অ্যাশেজ

শতভাগ ম্যাচ ফির সঙ্গে পাঁচ পয়েন্ট জরিমানা ইংল্যান্ডের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:12 শনিবার, 11 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে অ্যাশেজ শুরু করেছে ইংল্যান্ড। ম্যাচ হারের পর ইংলিশদের আরও এক দুঃসংবাদ দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি'র শতভাগ জরিমানা হয়েছে ইংল্যান্ড দলের।

পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে ইংল্যান্ডের পয়েন্ট কাটা হয়েছে। একই ম্যাচে জরিমানা করা হয়েছে ট্রাভিস হেডকে। অশালীন ভাষা ব্যবহার করায় তাকে জরিমানা করেছে আইসিসি।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হয় ক্রিকেটারদের। ব্রিসবেন টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। তাই নিয়ম অনুসারে ইংলিশ ক্রিকেটারদের তাদের ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। 

অ্যাশেজ সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ। তাই সাদা পোশাকের এই বিশ্ব আসরের পয়েন্ট টেবিল থেকে ইংল্যান্ডের ৫ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। একই ম্যাচে জরিমানা করা হয়েছে ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান হেডকেও।

খেলা চলাকালে অশালীন ভাষা ব্যবহারের জন্য জরিমানা গুণতে হচ্ছে এই মিডল অর্ডার ব্যাটারকে। এর ফলে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি।

অজিদের প্রথম ইনিংসের ৭৭তম ওভারে বল করছিলেন বেন স্টোকস। সেই ওভার চলাকালে এই ইংলিশ অলরাউন্ডারের সঙ্গে বাক্য বিনিময় হয় তার। তখনই তিনি অশালীন ভাষা ব্যবহার করেন। যা চোখ এড়ায়নি ম্যাচ রেফারির।