অ্যাশেজ

ব্রিসবেনে হারলেও উড-রবিনসনে মুগ্ধ রুট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:15 শনিবার, 11 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্রিসবেনের টেস্টে হার দিয়ে অ্যাশেজ শুরু করেছে ইংল্যান্ড। অজিদের ঘরের মাঠে চতুর্থ দিনেই ইংলিশরা হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। মূলত প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে অলআউট হওয়ার পরই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল তারা। হারলেও এই টেস্টে নিজ দলের বোলারদের প্রশংসা করেছেন ইংলিশ অধিনায়ক।

বিশেষ করে দুই পেসার অলি রবিনসন ও মার্ক উডের কথা আলাদাভাবে উল্লেখ্য করেছেন তিনি। স্টুয়ার্ড ব্রড, জিমি অ্যান্ডারসনের মতো অভিজ্ঞদের অনুপস্থিতিতে দারুণ বোলিং করেছেন এই দুই পেসার। দলে অভিজ্ঞদের শূন্যতা তারা অনুভব করতে দেননি অধিনায়ককে।

রুট বলেন, 'আমরা বোলিংয়ে অনেক সুযোগ তৈরি করেছি, আমি মনে করি, বোলিংয়ে আমরা দুর্দান্ত ছিলাম। জিমিকে খেলানো ঝুঁকি ছিল। যতটা সম্ভব বেশি টেস্টে তাকে পাওয়া আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ।'

ইংলিশ অধিনায়ক আরও বলেন, 'আমাদের পেসাররা দুর্দান্ত ছিল। বিশেষ করে উড এবং রবিনসন। এই দুই জন বাকিদের অনুপস্থিতি বুঝতে দেয়নি। তারা অসংখ্যবার ব্যাটারদের পরাস্ত করেছে এবং ভালো জায়গায় বল করেছে।'

ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়া ৪২৫ রান করে। অজিদের প্রথম ইনিংসে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে ইংলিশ ফিল্ডাররা। তারা মাঠে সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়ার রানটা আরও কম হতে পারতো। সেক্ষেত্রে ম্যাচের ফল ভিন্ন রকম হতে পারতো এমনটাই ধারণা রুটের।

ইংল্যান্ড অধিয়ান্যক বলেন, 'আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম কিন্তু তা কাজে লাগাতে পারিনি। ফিল্ডিংয়ে আরও ভালো হতে হবে। যদি এটা করতে পারতাম তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।'