করোনা পরিস্থিতি

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের ওমিক্রন সনাক্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:41 শনিবার, 11 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানিয়েছেন ক্রিকেটাররা এখনও কোয়ারেন্টাইনে আছেন।

এর আগে গত ৬ ডিসেম্বর জানা যায়, দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত। আজ তাদের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্যমত্রী জানিয়েছেন তাদের চিকিৎসার দেখভাল করছেন তারা। তাদের পুরোপুরি সেরে উঠতে দুই সপ্তাহের মতো লাগতে পারে বলে মনে করেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দুজন যে নারী ক্রিকেটারের শরীরে অমিক্রন ধরন পাওয়া গেছে, তাদের আমরা কোয়ারেন্টিনে রেখেছি। তাঁরা সুস্থ আছেন। তাদের যা যা চিকিৎসা দরকার, সেটি চলছে। তাঁদের মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা হচ্ছে, তাঁদের শরীরে এখন ওমিক্রনের লোডটা কেমন আছে। হয়তো পুরোপুরি সেরে উঠতে দুই সপ্তাহ লাগবে। পুরোপুরি সুস্থ হলেই আমরা তাঁকে ছাড়তে পারব।’

করোনা পরিস্থিতির কারণে মাঝপথেই স্থগিত হয়েছে আইসিসি নারী বিশ্বকাপের বাছাই পর্ব। এরপর গত ১ ডিসেম্বর দেশে ফেরে বাংলাদেশের মেয়েরা। এরপর তাদের বাধ্যতামূলক পাঁচদিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল।

ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত দুই ক্রিকেটারের আশেপাশে যারা ছিলেন তাদেরও করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ‘আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করছি, এবং যারা তাদের পাশে ছিলেন বা তাঁদের সংস্পর্শে এসেছেন সবারই পরীক্ষা করা হয়েছে।’ 

এরই মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন প্রায় ৬০টি দেশে শনাক্ত হয়েছে। তবে এ পর্যন্ত এই ধরনে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। ব্যাপকভাবে জিনগত রূপ পরিবর্তনে সক্ষম এই ধরনের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে অমিক্রনের প্রকোপে দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে।