ভারত-নিউজিল্যান্ড সিরিজ

দেশের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত: তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:51 শুক্রবার, 10 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সিরিজ শেষে এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ। ব্যর্থতার বৃত্ত ভেঙে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে চায় মুমিনুল হকের দল। তার জন্য নিজেদের সেরাটা দিতেও প্রস্তুত তারা। নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন তাসকিন আহমেদ।

ঢাকা টেস্ট শেষে সরাসরি টিম হোটেল থেকেই নিউজিল্যান্ডের বিমান ধরেছিল বাংলাদেশ দল। দীর্ঘ যাত্রার পর সুস্থভাবেই পৌঁছেছে তারা। তাসমানপারের এই দেশটিতে কোভিড নিয়ন্ত্রণে কড়াকড়ি নিয়ম থাকায় মুমিনুলদের সাত দিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

কোয়ারেন্টাইনের এই সময়টা বেশ কঠিন ক্রিকেটারদের জন্য। এই সময়ে নিজেদের মানসিকভাবে চাঙ্গা রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। তবে তাসকিন জানালেন, সবধরনের চাপ নিতে প্রস্তুত দলের সদস্যরা।

তাসকিন বলেন, 'আল্লাহর রহমতে ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছলাম, যদিও অনেক দীর্ঘ যাত্রা ছিল। সবাই সুস্থ আছি। আমাদের এখন  সাত দিনের রুম কোয়ারেন্টাইন হবে, যদিও এটা কঠিন হবে তবে আমরা দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত।'

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স বেশ সমালোচিত। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও টেস্ট দুই ফরম্যাটের ক্রিকেটেই হোয়াটওয়াশ হয়েছে টাইগাররা। তাই আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ঘুরে দাড়ানোর প্রত্যয় তাসকিনের কণ্ঠে।

এই পেসার বলেন, 'আশা করি, সামনের দিনগুলোতে ভালো কিছু হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুস্থ থাকতে পারি এবং ভালো পারফরম্যান্স করতে পারি।'