ভারতীয় ক্রিকেট

সাইবার জালিয়াতির শিকার হয়ে ১ লাখ রুপি হারালেন কাম্বলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:35 শুক্রবার, 10 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কেওয়াইসি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন বিনোদ কাম্বলি। এ সমস্যা সমাধানে ইতোমধ্যেই আইনের আশ্রয় নিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভারতের বান্দ্রা থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন তিনি।

অনলাইনে এক ব্যাক্তি নিজেকে ব্যাংক কর্মকর্তা দাবি করে কাম্বলিকে একটি রিমোট অ্যাক্সেস অ্যাপ্লিকেশন ডাওনলোড করিয়ে নেন। সেই ব্যক্তির নির্দেশনা অনুযায়ী সেই অ্যাপ ইনস্টল করেন ভারতের সাবেক এই ক্রিকেটার। এরপর কাম্বলির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ১৪ হাজার ভারতীয় রুপি হাতিয়ে নেন সেই ব্যাক্তি।

কাম্বলির করা মামলার ব্যাপারটি নিশ্চিত করে বান্দ্রা স্টেশনের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর মনোহর ধনওয়াদে বলেছেন, 'একটি এফআইআর দায়ের করা হয়েছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।'

অভিযুক্ত ব্যক্তি কাম্বলির কেওয়াইসি তথ্য নবায়ন করার অজুহাতে তাকে গুগল প্লে স্টোর থেকে 'অ্যানি ডেস্ক' অ্যাপ্লিকেশনটি ডাওনলোড করায়। বিনোদ অভিযুক্তের সঙ্গে অ্যাপ্লিকেশনটির অ্যাক্সেস কোড শেয়ার করেন।

পরবর্তীতে সাবেক এই ক্রিকেটারের ফোনের সমস্ত কিছুর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় এই অভিযুক্ত ব্যাক্তি। কিন্তু তখনও কিছুই বুঝতে পারেননি কাম্বলি। আর সেই সুযোগই কাজে লাগান সেই ব্যাক্তি। কাম্বলির ব্যাংক অ্যাকাউন্টে সেই ব্যাক্তি খুবই সামান্য পরিমাণ অর্থ প্রদান করেন এবং তার ব্যাংকিং বিবরণসহ ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) নোট করে নেন।

যা ব্যবহার করে পরবর্তীতে তিনি কাম্বলির অ্যাকাউন্ট থেকে ১ লাখ ১৪ হাজার রুপি স্থানান্তর করে নেন। লেনদেনের বিষয়ে মুঠোফোনে বার্তা পাওয়ার পর কাম্বলি পুরো ব্যাপারটি বুঝতে পারেন। এরপর তিনি ব্যাংককে জানান এবং তারপর বান্দ্রা পুলিশের দ্বারস্থ হন।