অ্যাশেজ সিরিজ

গ্যাবায় স্টোকসের পর ইনজুরিতে ওয়ার্নার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:28 শুক্রবার, 10 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজ সিরিজে চলমান ব্রিসবেন টেস্টে বেন স্টোকসের পর ইনজুরিতে পড়েছেন ডেভিড ওয়ার্নারও। অস্ট্রেলিয়ান এই ওপেনার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালে ফিল্ডিং করছেন না।

জানা গেছে, ব্যাটিংয়ের সময় বুকের পাজরে বাজেভাবে আঘাত পেয়েছেন ওয়ার্নার। যার কারণে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। যদিও ওয়ার্নারের ইনজুরি নিয়েছে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি তারা।

এর আগে গ্যাবা টেস্টের দ্বিতীয় দিন হাঁটুর চোটে পড়েছিলেন বেন স্টোকস। অস্ট্রেলিয়ার ইনিংসের মাঝ পথে বাউন্ডারির দিকে ছুটে যাওয়া একটি বল তাড়া করতে গিয়ে হাঁটুতে ব্যথা পান স্টোকস। ম্যাচের প্রথম স্পেলে তিনি মাত্র তিন ওভার বোলিং করেন।

ইংলিশ এই অলরাউন্ডারকে দলের মেডিক্যাল স্টাফরা পুরো রাত পর্যবেক্ষণে রাখবেন বলে জানান। চলমান ম্যাচে ইংল্যান্ডের দুই উইকেট পড়ে গেলেও এখনো মাঠে নামেননি স্টোকস।

চলতি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ১৪৭ রান। জবাবে ওয়ার্নারের ৯৪ ও ট্রাভিস হেডের ১৫২ রানের অসাধারণ দুটি ইনিংসে স্কোরবোর্ডে ৪২৫ রান তোলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে ইংল্যান্ড । শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ দুই উইকেটে ১২৭ রান।