ভারতীয় ক্রিকেট

সাদা বলের ক্রিকেটে নির্বাচকরা দুই অধিনায়ক চায়নি: সৌরভ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:50 শুক্রবার, 10 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সংস্করণে আলাদা আলাদা অধিনায়ক রাখতে চায়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকরা। যার কারণে সাম্প্রতিক সময়ে কঠিন এক সিদ্ধান্ত নিতে হয়েছে তাদেরকে, এমনটা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

দুদিন আগেই বিরাট কোহলিকে হটিয়ে ভারতের ওয়ানডে দলের অধিনায়কত্ব দেয়া হয়েছে রোহিত শর্মাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে কোহলি সেই সংস্করণের অধিনায়কত্ব ছাড়বেন, এমনটা আগেই জানিয়ে রেখেছিলেন তিনি।

যদিও ওয়ানডে অধিনায়কত্ব করতে চেয়েছিলেন কোহলি। এতে আপত্তি ছিল বিসিসিআই নির্বাচকদের। কেননা সাদা বলের ক্রিকেটে দুজন আলাদা আলাদা অধিনায়ক চায়নি তারা। এ কারণে কোহলিকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়তেও মানা করেছিলেন তারা।

কিন্তু কোহলির ইচ্ছা ছিল, টেস্ট ক্রিকেটের পাশাপাশি ভারতকে ওয়ানডেতেও নেতৃত্ব দেয়া। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন সৌরভ। নির্বাচকদের চাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, জানিয়েছেন তিনি।

সৌরভ বলেন, 'আমরা বিরাটকে (কোহলি) অনুরোধ করেছিলাম, যেন সে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে না দাঁড়ায়। কিন্তু সে অধিনায়কত্ব করতে চায়নি। নির্বাচকরা ভাবনা ছিল এমন যে তারা সাদা বলের ক্রিকেটে দুই অধিনায়ক রাখবে না।

'নির্বাচকদের শঙ্কা কী নিয়ে ছিল তা আমি জানি না। কিন্তু তাদের কোনো পরিকল্পনা ছিল হয়তো। এরপর সিদ্ধান্ত নেয়া হয় রোহিত সাদা বলের ক্রিকেটে এবং বিরাট লাল বলের ক্রিকেটে অধিনায়কত্ব করবে।'

অধিনায়ক হিসেবে আইসিসির কোনো শিরোপা না জিতলেও বেশ সফল ছিলেন কোহলি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার শিরোপা জেতানো রোহিতও সফল হবেন, প্রত্যাশা সৌরভের।

বিসিসিআই সভাপতি আরও বলেন, 'অধিনায়ক হিসেবে কোহলি কী করেছে সেটা আমরা জানি। তবে রোহিত যতগুলো ম্যাচে অধিনায়কত্বের সুযোগ পেয়েছে, সে খুব ভালো করেছে। মূল কথা হচ্ছে, সাদা বলের ক্রিকেটে তো আর দুজন অধিনায়ক থাকতে পারেন না।'