ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

মরিসনের চোখে সবচেয়ে ওভাররেটেড ক্রিকেটার পোলার্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:59 বৃহস্পতিবার, 09 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক টি-টোয়েন্টি কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সব জায়গাতেই পরীক্ষিত অলরাউন্ডার কাইরন পোলার্ড। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে রীতিমতো হটকেক এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

যদিও জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসনের ধারণা, পারফরম্যান্সের তুলনায় একটু বেশিই হাঁক-ডাক হয় পোলার্ডকে  নিয়ে। নিউজিল্যান্ডের সাবেক এই পেসারের মতে, বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে ওভাররেটেড ক্রিকেটার এই ক্যারিবিয়ান।

২০০৭ সালের ১০ এপ্রিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন পোলার্ড। অভিষেকের পর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে নিয়মিত খেলছেন। পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও সরব উপস্থিতি এই অলরাউন্ডারের।

সম্প্রতি জনপ্রিয় স্পোর্টস পোর্টাল স্পোর্টসকিডাকে দেয়া এক সাক্ষাৎকার মরিসন বলেন, বর্তমান সময়ের 'সবচেয়ে ওভার রেটেড' ক্রিকেটার হলো পোলার্ড।

পোলার্ডের পারফরম্যান্স অবশ্য বলছে তাকে নিয়ে আলোচনা থাকাঠা যৌক্তিকই। ক্যারিবিয়ানদের হয়ে ১১৯ ওয়ানডে ম্যাচে প্রায় ২৬ গড়ে ২ হাজার ৬৩৩ রান করেছেন পোলার্ড। যেখানে তিনি ব্যাটিং করেছেন একশোর কাছাকাছি  স্ট্রাইক রেটে।

পাশপাশি ডানহাতি মিডিয়াম পেসে তিনি শিকার করেছেন ৫৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৩ ম্যাচে প্রায় ২৪ গড়ে তিনি রান করেছেন ১ হাজার ৪৬৮। যেখানে তার স্ট্রাইক রেট প্রায় ১৩৫। পাশাপাশি বল হাতে তিনি শিকার করেছন ৩৮ উইকেট। 

এক যুগেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে এখনও পর্যন্ত ৯৬টি ছক্কা হাঁকিয়েছেন পোলার্ড। এই সংস্করণে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় তিনি আছেন নয় নম্বরে।