অ্যাশেজ

স্টোকসের চোটে দুশ্চিন্তায় ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:01 বৃহস্পতিবার, 09 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন হাঁটুর চোটে পড়েছেন বেন স্টোকস। তাকে ইংল্যান্ড দলের মেডিক্যাল স্টাফরা পুরো রাত পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছে।

অস্ট্রেলিয়ার ইনিংসের মাঝ পথে বাউন্ডারির দিকে ছুটে যাওয়া একটি বল তাড়া করতে গিয়ে হাঁটুতে ব্যথা পান স্টোকস। প্রথম স্পেলে তিনি মাত্র তিন ওভার বোলিং করেন।

এরই মধ্যে একটি নো বলে ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেছিলেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতির আগে আরও দুটি নো বল করেছিলেন এই ইংলিশ অলরাউন্ডার।

ইংল্যান্ডের হয়ে এরই মধ্যে তিনটি উইকেট তুলে নিয়েছেন অলি রবিনসন। এরই মধ্যে টানা দুই বলে ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন গ্রিনকে আউট করেছেন তিনি।

অবশ্য  শেষ সেশনে তাকে বোলিং করতে দেখা যায়নি। যদিও ইংল্যান্ডের বোলিং কোচ জন লুইস জানিয়েছেন রবিনসন সুস্থই আছেন।

'হ্যা বেন আজ ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছে তাই সে ফুল পেসে বল করতে পারেনি দিনের শেষদিকে। আমাদের মেডিক্যাল টিম তাকে পুরো রাত পর্যবেক্ষণে রাখবে এবং আমরা দেখবো তার কেমন উন্নতি হয়।'