শ্রীলঙ্কা ক্রিকেট

শ্রীলঙ্কায় স্টেডিয়াম আঙিনায় হাতির আক্রমণ, নিহত ২

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:30 বৃহস্পতিবার, 09 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার হাম্বানটোটায় হাতির আক্রমণে দুই ব্যাক্তি নিহত হয়েছেন। তারা উভয়ই মাহিন্দ্রা রাজাপাকশে আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যান। বুধবার (৮ ডিসেম্বর) স্টেডিয়ামের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে নিজেদের কাজ শেষ করে স্টেডিয়াম থেকে বাড়ি ফিরছিলেন এই দুই ব্যাক্তি। এ সময় স্টেডিয়ামের বাইরে হাতির আক্রমণের শিকার হন তারা।

রাজাপাকশে স্টেডিয়ামের বাইরে তাদের দুজনের মরদেহ পাওয়া যায়। সংবাদ সংস্থা এপি জানিয়েছে প্রায় ৫০০ মিটারের ব্যবধানে এই দুই জন আক্রমণের শিকার হয়েছেন। ধারণা করা হচ্ছে, একই হাতির আক্রমণে তাদের উভয়ের মৃত্যু হয়েছে।

এই স্টেডিয়ামের পাশেই একটি বন রয়েছে। যেখানে এসব বন্য হাতিসহ বহু প্রাণীর বাস। এই এলাকায় মানুষের ওপর হাতির আক্রমণ নতুন ঘটনা নয়। এমনকি এলাকাটি হাতির সংঘর্ষের জন্য বেশ পরিচিত।

এ মাসের শেষের দিকে এই স্টেডিয়ামে লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ফ্রেব্রুয়ারিতে।