বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

টেস্ট খেলার যোগ্যতা নিয়ে প্রশ্নে মুমিনুলের দ্বিমত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:30 বুধবার, 08 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বৃষ্টিতে দুই দিন ভেসে গেলেও ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুল হকের দল। সাদা পোশাকে এমন মলিন পারফরম্যান্সের পর বাংলাদেশের টেস্ট খেলার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

যদিও অধিনায়ক মুমিনুল হক এই প্রশ্ন উড়িয়ে দিয়েছেন। বেশ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে পারফর্ম করতে পারেনি, তবে তাদের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই অধিনায়কের। তার ধারণা, টেস্ট খেলার যোগ্যতা আছে বলেই তারা দলে সুযোগ পেয়েছে। এরপরও নিজের পারফরম্যান্স নিয়ে হতাশা ব্যক্ত করেছেন তিনি।

মুমিনুল বলেন, 'আমি আপনার সাথে একমত না, যে আসলে টেস্ট খেলার যোগ্য কি না। অবশ্যই সবার টেস্ট খেলার যোগ্যতা আছে বলেই সবাই খেলছে। আপনি যদি সবার পারফরম্যার্ন্স দেখেন...সাদমান এই সিরিজের আগের সিরিজে একশো করেছে জিম্বাবুয়ের বিপক্ষে, জিম্বাবুয়ের মাটিতে। তার আগে শান্ত শ্রীলঙ্কার সাথে দেড়শো, তারপর একশো করলো।'

ভালো করতে না পারায় নিজের পারফরম্যান্সের দায়টা নিজের কাঁধে নিয়ে মুমিনুল বলেন, 'মুশফিক ভাইতো সিনিয়র ক্রিকেটার আর সাকিব ভাইয়ের কথাতো বলাই লাগবে না। তারপরে হয়তো আমারটা বলতে পারেন, আমি চার ইনিংস ধরে রান করিনি। আমারটা নিয়ে হয়তো প্রশ্ন তুলতে পারেন। আর যদি লিটরে নিয়ে বলেন, এ বছর তার গড় পঞ্চাশ।'

ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থ বাংলাদেশ এই সিরিজে বোলিংয়ে কিছুটা হলেও ব্যাতিক্রম ছিল। বিশেষ করে স্পিনাররা। তাইজুল ইসলাম প্রথম টেস্টে ৮ উইকেট শিকার করার পর দ্বিতীয় টেস্টেও ভালো বোলিং করেছেন। পাশাপাশি তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। আর পেসে এবাদত হোসেন দুই টেস্টের তিন ইনিংস মিলিয়ে নিয়েছেন তিন উইকেট। সব মিলিয়ে বোলিং ইউনিটের পাশে দাঁড়াচ্ছেন টেস্ট অধিনায়ক।

মুমিনুল বলেন, 'আর বোলিংয়ে যদি দেখেন তাইজুল তারপরে অন্য যারা আছে এবাদত...এবাদত কিন্তু খুব ভালো বোলিং করেছে। খালেদ অনেক দিন পরে খেললো, প্রথম দিন হয়তো প্রথম স্পেলে ওভাবে বোলিং করতে পারেনি তবে দ্বিতীয় স্পেলে খুবই ভালো বোলিং করেছে। আর মিরাজ, আপনি যদি দেখেন সবাই দক্ষ।'