সাকিবের বায়োপিক

সাকিবের বায়োপিক বানাতে আগ্রহী সৃজিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:26 বুধবার, 08 ডিসেম্বর, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ক্রিকেটারদের বায়োপিক নতুন কিছু নয়। উপমহাদেশের ক্রিকেটারদের মধ্যে মহেন্দ্র সিং ধোনি, শচিন টেন্ডুলকার, কপিল দেব এবং আজহারউদ্দিনদের বায়োপিক তৈরি হয়েছে। যদিও বাংলাদেশের কোনো ক্রিকেটারের বায়োপিক এখনও তৈরি হয়নি।

এর যাত্রা যে সাকিব আল হাসানের হাত ধরেই শুরু হচ্ছে সেটা ক্রিকফ্রেঞ্জির এক লাইভ আড্ডায় চলতি বছরের মার্চে নিশ্চিত করেছিলেন তিনি নিজেই। যদিও করোনা পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা অনেকটাই ভেস্তে গেছে। এরই মধ্যে সাকিবকে নিয়ে বায়োপিক বানানোর আগ্রহ দেখিয়েছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় এ চলচ্চিত্র নির্মাতা আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে জানিয়ে গেলেন তাঁর ইচ্ছার কথা। কদিন আগেই তিনি ভারতের জনপ্রিয় নারী ক্রিকেটার মিতালী রাজের বায়োপিক 'সাব্বাস মিথু' পরিচালনা করেছেন।

সাকিবের বায়োপিক তৈরির আগ্রহ প্রকাশ করে সৃজিত বলেন, ‘সাকিবকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা অবশ্যই আছে। সাকিবকে নিয়ে এখনো কোনো সিনেমা হয়নি কেন, সেটাই ভাবছি। সে এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এত দিনে তো হুড়োহুড়ি লেগে যাবে, কে বানাবে। যদি বানানো হয়, অবশ্যই আমার আগ্রহ থাকবে বানানোর জন্য।’

শুধু সাকিবই নয় বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক রকিবুল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বায়োপিক তৈরিতেও আগ্রহ আছে সৃজিতের। বিশেষ করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগে পাকিস্তান একাদশের হয়ে ঢাকা স্টেডিয়ামে ব্যাটে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে রকিবুলের ব্যাটিং করতে নামার গল্পটা খুব বেশি আগ্রহী করছে এই বাঙালি পরিচালককে।

তিনি বলেন, ‘রকিবুল হাসানের যে ঘটনা ব্যাটে জয় বাংলা লিখে খেলতে নামা, যে প্রতিবাদ, সে সময়ের পাকিস্তান দল আর মুক্তিযুদ্ধের সঙ্গে ক্রিকেটের যে সম্পর্ক, সে ঘটনা নিয়েও আমার খুবই ইচ্ছা সিনেমা বানানোর।’

ক্রিকেটের প্রতি সৃজিতের ভালোবাসার নজির অনেক রয়েছে। সময় পেলেই মাঠে বসে ক্রিকেট দেখতে হাজির হন। এরই সূত্রে এবার তিনি হাজির হলেন মিরপুর স্টেডিয়ামে। সেখানে তিনি বলেন, ‘ক্রিকেট আমার প্রথম প্রেম। ক্রিকেট আমাকে যেভাবে উৎসাহিত করে, সেভাবে আর কিছু করে না। আশা করি, দ্রুতই বাংলাদেশে ক্রিকেট নিয়ে কিছু করতে পারব।’