বাংলাদেশ ক্রিকেট

দুই বছরের চুক্তিতে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হেরাথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:23 বুধবার, 08 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কান এই কিংবদন্তি বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন। এবারই কোচ হিসেবে নিয়োগ পেলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে মুমিনুল হকের দল। আর সেখানেই হেরাথ বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

চলতি বছর জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন হেরাথ। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতেও তার সার্ভিস পেয়েছিল বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের ডাগ-আউটে ছিলেন শ্রীলঙ্কার ইতিহাসের কিংবদন্তি এই স্পিনার। হেরাথের 'বাংলাদেশ অধ্যায়ে' ঘরের মাঠে সাফল্য পেলেও দেশের বাইরে সাফল্য পায়নি নাসুম আহমেদ, শেখ মেহেদিরা।

শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪৩৩ উইকেট নিয়েছেন হেরাথ। মুত্তিয়া মুরালিধরন পরবর্তী যুগে শ্রীলঙ্কার টেস্ট দলের স্পিন বোলিংয়ের নেতৃত্ব দিয়ে গেছেন তিনি।