Connect with us

অ্যাশেজ সিরিজ

গ্যাবায় কামিন্সের পাঁচ উইকেটের পর বৃষ্টির হানা


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট অধিনায়কত্ব দারুণভাবে শুরু করলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ব্রিসবেন টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট নিয়েছেন তিনি। আর তাতে ৫০.১ ওভারে ১৪৭ রানে অলআউট হয়েছে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয়া ইংল্যান্ড। এরপর বৃষ্টির হানায় প্রথম দিনের খেলা আর মাঠেই গড়ায়নি। ফলে ব্যাটিংয়ে নামা হয়নি অজিদের।

গ্যাবায় বরাবরই বাড়তি দাপট থাকে অজিদের। এদিনও ছিল না কোনো ব্যক্তিক্রম। ম্যাচের প্রথম বলেই ইংলিশ ওপেনার ররি বার্নসকে শুন্য রানে বোল্ড করেন মিচেল স্টার্ক। ইনিংসের চতুর্থ ওভারে জস হ্যাজেলউডের বলে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনে নামা ডেভিড মালান (৬)।

হ্যাজেলউডের পরের ওভারে ফিরে যান ইংলিশ অধিনায়ক জো রুটও। ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে কোনো রান না করেই ফিরে যান তিনি। মাত্র ৫০ রানের মধ্যে ইংল্যান্ড বেন স্টোকস (৫) ও ওপেনিংয়ে নামা হাসিব হামিদের (২৫) উইকেটও হারায়। দুজনই ফিরে যান কামিন্সের বলে।

এরপর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ওলি পোপ ও জস বাটলার। দুজনে মিলে ৫২ রানের জুটি গড়েন। বাটলারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্টার্ক। এর এক ওভার পর ফিরে যান পোপও। বাটলার ৩৯ ও পোপ ৩৫ রানে ফিরে যান।

লেজের সারির ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়তে চেয়েছিলেন ক্রিস ওকস। যদিও সুবিধা করতে পারেননি তিনি। ইংল্যান্ডের লেজের সারির তিন ব্যাটারকে ফিরিয়ে নিচের পাঁচ উইকেট পূর্ণ করেন কামিন্স। ২১ রান করে শেষ উইকেট হিসেবে মাঠ ছাড়েন ওকস।

কামিন্সের পাঁচ উইকেট ছাড়াও এদিন স্টার্ক ও হ্যাজেলউড দুটি করে উইকেট নেন। পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন নেন এক উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ১৪৭/১০ (৫০.১ ওভার)
(বাটলার ৩৯, পোপ ৩৫; কামিন্স ৫/৩৮, স্টার্ক ২/৩৫, হ্যাজেলউড ২/৪২)

 

সর্বশেষ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আল্লু অর্জুনের অনুপ্রেরণায় চ্যালেঞ্জ নিয়ে সফল অপু

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আইপিএল দেখে ভেঙ্কটেসকে ওয়ানডে দলে নেয়ায় চটেছেন গম্ভীর

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মাশরাফিতে খুশি হলেও দলীয় পারফরম্যান্সে অখুশি মাহমুদউল্লাহ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মাশরাফির প্রত্যাবর্তনের ম্যাচে নায়ক অপু, সিলেটের জয়

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

তিন ভেন্যুতেই হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মুশফিক দ্রুতই রানে ফিরবেন, বিশ্বাস নাফিসের

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

ভারতের অফফর্ম সাময়িক: শাস্ত্রী

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

পান্তকে টেস্ট অধিনায়ক করতে বারণ করছেন ওয়ার্ন

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আইপিএল আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

লিজেন্ডস ক্রিকেট লিগে রফিকের দুই উইকেট

আর্কাইভ

বিজ্ঞাপন