বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

আগ্রাসী ব্যাটিং করার কারণ জানালেন শান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:32 মঙ্গলবার, 07 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মিরপুর টেস্টে প্রায় দুই দিন বৃষ্টিতে ভেস্তে গেলেও শেষ দিনে ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭৬ রানে সাত উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিকরা। এদিন শুরুতেই টপ অর্ডার ব্যাটারদের হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। 

তারপরও উইকেটে সময় কাটানোর চেয়ে রান তোলায় বেশি মনযোগী ছিলেন মুশফিকুর রহিম-লিটন দাসরা। সাদা পোশাকের ক্রিকেটে তাদের এমন আগ্রাসী ব্যাটিংয়ের কারণ জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। মূলত আক্রমণাত্মক ক্রিকেট খেলাই ছিল বাংলাদেশের মূল পরিকল্পনা।

শান্ত বলেন, 'উইকেট আসলেই এত সহজ ছিল না। ডিফেন্সের ওপর আস্থা সবারই আছে। শুধু ডিফেন্স করে করে সারাদিন পার করা কঠিন। সাথে শট খেললে তাদের আক্রমণাত্মক ফিল সেটআপ ছড়িয়ে যেত। আমার মনে হয় না কেউ অতিরিক্ত আগ্রাসী ছিল।'

মিরপুরে এদিন বড় বড় টার্ন পেয়েছেন পাকিস্তানি স্পিনাররা। আর এজন্য বেশি বেশি সুইপ খেলার চেষ্টা ছিল বাংলাদেশী ব্যাটারদের। এ প্রসঙ্গে শান্ত বলেন, 'টার্নিং উইকেটে এলবিডব্লিউ হওয়ার সম্ভাবনা খুবই কম। এমন উইকেটে সবাই সুইপের ওপরেই বেশি আস্থা রাখে। এজন্যই সবাই সুইপ খেলার পরিকল্পনা করেছে।'

প্রথম ইনিংসে বাংলাদেশের একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে অপরাজিত আছেন সাকিব আল হাসান। পঞ্চম দিনে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে পাকিস্তানি বোলারদের সামাল দিতে হবে সাকিবকে। শান্ত মনে করেন, শেষ দিনে সাকিব-তাইজুলের বড় জুটি হলে এখনও ভালো কিছু সম্ভব।

শান্ত বলেন, 'মার মনে হয় কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। সাকিব ভাই ও তাইজুল ভাই যদি জুটি করতে পারে, আরও কিছু রান করতে পারি তাহলে একটা ভালো অবস্থানে যাব। কাল আবার ব্যাটিংয়ের সুযোগ আছে। খুব ভালো ব্যাটিং করতে হবে।'