বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বাংলাদেশকে দুইবার অল আউট করে জিততে চায় পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:34 মঙ্গলবার, 07 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের করা ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুগছে বাংলাদেশ। স্বাগতিকরা ৭ উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। পাকিস্তানের লক্ষ্য দ্রুত তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ফলোঅনে ফেলা।

দিনের খেলা শেষে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের স্পিনার সাজিদ আলী। এদিন বাংলাদেশের ৭ ব্যাটারের মধ্যে ৬ জনেরই উইকেট তুলে নিয়েছেন তিনি। বাংলাদেশকে দুইবার অলআউট করে ম্যাচ জেতাই পাকিস্তানের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

সাজিদ বলেন, 'কাল এই তিনজনকে আউট করবো। তারপর তাদের আবার ব্যাটিংয়ে পাঠাবো এবং আবার অলআউট করবো। আমরা জেতার জন্যই নামবো।'

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও দলের সবাইকে বলে দিয়েছেন জেতার জন্য আক্রমণাত্মক মনোভাব নিয়েই খেলে যেতে। এ প্রসঙ্গে সাজিদ বলেন, 'বাবর ভাই আমাদের বলেছেন সবাই জেতার জন্য এবং আক্রমণাত্বক মনোভাবে খেলার জন্য মাঠে নামবো। আমরা সবাই সেটাই করেছি।'

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে। সেখানে স্পিনাররা খুব বেশি উইকেট থেকে সুবিধা তুলে নিতে পারেননি। যদিও ঢাকার উইকেট ভিন্ন। প্রথম দিন থেকেই এই উইকেটে স্পিনাররা সুবিধা পাচ্ছেন। যদিও বৃষ্টির কারণে মাঝেই দুদিন খেলাই হয়নি।

এই টেস্টের একদিন বাকি থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী সাজিদ। তিনি বলেন, 'আমরা চট্টগ্রামে যখন খেলেছি বোলিং তেমন সুবিধা পাইনি। এখানে সুবিধা পাচ্ছি। এখানে টার্নও হচ্ছিল এবং সময় পাচ্ছিলাম। ওখানে আমি চারটা নিয়েছি প্রথম ইনিংসে, এরপর দ্বিতীয় ইনিংসে ৩টা। আমরা এই টেস্টে ওদের ৩০০ রানের লক্ষ্য দিতে চাই এবং জয় নিয়ে বাড়ি ফিরতে চাই।'