Connect with us

তিন দলীয় সিরিজ

ভারতকে উড়িয়ে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

কলকাতায় ত্রিদলীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দলকে ১৮২ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ দল। আগে ব্যাটিং করে আইচ মোল্লার ৯৩ রানে ভর করে ২৩৪ রান করেছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। জবাবে রানে থেমেছে স্বাগতিকরা।

বাংলাদেশের দেয়া মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৫ রানেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় ভারতীয় যুবারা। এরপর উদয় সরন ও কুশাল তাম্বে মিলে ভারতের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। যদিও উদয় ২৬ রান করে ফিরে গেলে আবারও বিপর্যয়ে পড়ে তারা।

তাম্বে আউট হয়েছেন ১১ রান করে। এরপর আবারও শুরু হয় ভারতীয় ব্যাটসম্যানদের আসা যাওয়া। এরপর আর কেউ দাঁড়াতে না পারলে ভারতের যুবাদের ইনিংস থামে ৫৩ রানে। বাংলাদেশের যুবাদের মধ্যে নাইমুর রহমান নয়ন একাই নেন ৪ উইকেট।

দুটি উইকেট নিয়েছেন আশিকুর জামান ও মেহরব হোসেন। একটি উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব।

এর আগে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। বাংলাদেশের হয়ে আইচ ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলেন। তার ইনিংসটি সাজানো ছিল দশটি চার ও দুটি ছক্কায়।

এছাড়া মোহাম্মদ আশিকুর জামান ৫৮ বলে ৫০ ও প্রান্তিক নওরোজ নাবিল ২৫ বলে ২৮ রান করেন। ভারতের হয়ে ধানুশ গদা তিনটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট পেয়েছেন রবি কুমার, ওম কানাবার ও শ্বাশত দাঙওয়াল।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৩৪/১০ (৪১.৪ ওভার) (আইচ ৯৩, জামান ৫০, নাবিল ২৮; ধানুশ ৬২/৩, রবি ২৭/২, শাশ্বত ২৭/২)

ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল: ৫৩/১০ (২১.৩ ওভার) (উদয় ২৬, তাম্বে ১১; নয়ন ৪/১৬, মেহরব ২/৭)

সর্বশেষ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আল্লু অর্জুনের অনুপ্রেরণায় চ্যালেঞ্জ নিয়ে সফল অপু

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আইপিএল দেখে ভেঙ্কটেসকে ওয়ানডে দলে নেয়ায় চটেছেন গম্ভীর

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মাশরাফিতে খুশি হলেও দলীয় পারফরম্যান্সে অখুশি মাহমুদউল্লাহ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মাশরাফির প্রত্যাবর্তনের ম্যাচে নায়ক অপু, সিলেটের জয়

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

তিন ভেন্যুতেই হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

মুশফিক দ্রুতই রানে ফিরবেন, বিশ্বাস নাফিসের

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

ভারতের অফফর্ম সাময়িক: শাস্ত্রী

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

পান্তকে টেস্ট অধিনায়ক করতে বারণ করছেন ওয়ার্ন

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

আইপিএল আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

২৫ জানুয়ারী, মঙ্গলবার, ২০২২

লিজেন্ডস ক্রিকেট লিগে রফিকের দুই উইকেট

আর্কাইভ

বিজ্ঞাপন