তিন দলীয় সিরিজ

ভারতকে উড়িয়ে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:52 মঙ্গলবার, 07 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কলকাতায় ত্রিদলীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দলকে ১৮২ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ দল। আগে ব্যাটিং করে আইচ মোল্লার ৯৩ রানে ভর করে ২৩৪ রান করেছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। জবাবে রানে থেমেছে স্বাগতিকরা।

বাংলাদেশের দেয়া মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৫ রানেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় ভারতীয় যুবারা। এরপর উদয় সরন ও কুশাল তাম্বে মিলে ভারতের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। যদিও উদয় ২৬ রান করে ফিরে গেলে আবারও বিপর্যয়ে পড়ে তারা।

তাম্বে আউট হয়েছেন ১১ রান করে। এরপর আবারও শুরু হয় ভারতীয় ব্যাটসম্যানদের আসা যাওয়া। এরপর আর কেউ দাঁড়াতে না পারলে ভারতের যুবাদের ইনিংস থামে ৫৩ রানে। বাংলাদেশের যুবাদের মধ্যে নাইমুর রহমান নয়ন একাই নেন ৪ উইকেট।

দুটি উইকেট নিয়েছেন আশিকুর জামান ও মেহরব হোসেন। একটি উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব।

এর আগে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। বাংলাদেশের হয়ে আইচ ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলেন। তার ইনিংসটি সাজানো ছিল দশটি চার ও দুটি ছক্কায়।

এছাড়া মোহাম্মদ আশিকুর জামান ৫৮ বলে ৫০ ও প্রান্তিক নওরোজ নাবিল ২৫ বলে ২৮ রান করেন। ভারতের হয়ে ধানুশ গদা তিনটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট পেয়েছেন রবি কুমার, ওম কানাবার ও শ্বাশত দাঙওয়াল।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৩৪/১০ (৪১.৪ ওভার) (আইচ ৯৩, জামান ৫০, নাবিল ২৮; ধানুশ ৬২/৩, রবি ২৭/২, শাশ্বত ২৭/২)

ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল: ৫৩/১০ (২১.৩ ওভার) (উদয় ২৬, তাম্বে ১১; নয়ন ৪/১৬, মেহরব ২/৭)