অ্যাশেজ সিরিজ

মাঠের লড়াইয়ে নামার আগে পেইনের পরামর্শ নেবেন কামিন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:54 মঙ্গলবার, 07 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সেক্সটিং স্ক্যান্ডালে জড়িয়ে ক্রিকেট থেকে নিজেকে গুঁটিয়ে রাখা টিম পেইনের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখছেন অস্ট্রেলিয়ার নব্য টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাশেজ শুরুর আগে আবারও পেইনের পরামর্শ নেবেন কামিন্স।

৮ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। গ্যাবা টেস্টের আগে পেইনের কাছ থেকে প্রতিপক্ষ ইংল্যান্ড সম্পর্কে বেশ কিছু বিষয়ে ধারণা নিতে চান প্রথমবার নেতৃত্ব পাওয়া কামিন্স।

তিনি বলেন, 'কথা বলা সবসময়ই দারুণ কিছু। সে (পেইন) আমাদের শুভকামনা জানিয়েছে। সে এখানে থেকেই আমাদের শুভকামনা জানাতে চেয়েছিল, যদিও তাকে ঘরে থাকতে হচ্ছে। সে ভালো আছে। আমাদের কথা হয়েছে।'

'সম্ভবত আমি তাকে আবারও ফোন দেব। তার কাছ থেকে আমি ভিন্ন ভিন্ন পরিকল্পনা সম্পর্কে জানব। আর সেটা নিয়ে আমাদের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করব। সে অভিজ্ঞ একজন ক্রিকেটার। অসাধারণ মানুষ। আমি সবসময় তার কাছ থেকে শিখতে চাই।'

পেইন সরে দাঁড়ানোয় অপ্রত্যাশিতভাবেই অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন স্টিভ স্মিথ। ২০১৮ সালের বল বিকৃতির কেলেঙ্কারির পর পুনরায় স্মিথের লিডারশিপ গ্রুপে জায়গা পাওয়ার ব্যাপারটিও দারুণ বিস্ময়ের। স্মিথকে ডেপুটি হিসেবে পেয়ে উচ্ছ্বসিত কামিন্স।

তিনি বলেন, 'স্মিথ এখন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। সত্যি বলতে আমি তাদের সবার কাছ থেকেই অনেক কিছু শিখছি। অধিনায়ক হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো আমিই নেব। তবে আমি তার কাছ থেকে ধারণা নেব। মাঠে যখন আমার বিশ্রামের প্রয়োজন হবে তখন তার কাঁধে নেতৃত্ব তুলে দিতে আমার কোনও আপত্তিই থাকবে না।'