ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:18 সোমবার, 06 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড।সোমবার (৬ ডিসেম্বর) এই সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। 

৮ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৪ জানুয়ারি। এরপর ১৬ জানুয়ারি দুই দল একমাত্র টি-টোয়েন্টিতে মাঠে নামবে। সবগুলো ম্যাচই হবে জ্যামাইকার স্যাবাইনা পার্কে।

এবার দ্বিতীয়বারের মতো সাদা বলের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে আয়ারল্যান্ড। এর আগে ২০২০ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল তারা।

আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানাতে পারে আনন্দিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, আগেরবার দুই দলের বেশ কয়েকটি ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই উপভোগ করেছিল সবাই। এবারও প্রতিযোগীতামূলক সিরিজের আশায় তারা।

ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, 'এই জানুয়ারিতে আমরা ওয়েস্ট ইন্ডিজে আয়ারল্যান্ড দলকে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালে সর্বশেষ সফরে তারা বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছিল। নতুন বছরে আরেকটি প্রতিযোগীতামূলক সিরিজের আশায় আছি আমরা।

সামনের বছর ব্যস্ততায় মুখোর থাকবে ওয়স্ট ইন্ডিজ। এখানেই অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসর। করোনা পরিস্থিতির মধ্যেও ক্রিকেট চালিয়ে যাওয়ায় অবদান রাখায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী প্রশংসায় ভাসিয়েছেন জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও স্পন্সরদের।