ভারতীয় ক্রিকেট

তিন সংস্করণেই জয়ের একমাত্র হাফ সেঞ্চুরি কোহলির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:30 সোমবার, 06 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটেই ম্যাচ জয়ের হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য এই রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক।

ওয়ানডের পর ভারতের জার্সিতে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে আগেই জয়ের হাফ সেঞ্চুরি করে রেখেছিলেন কোহলি। সোমবার (৬ ডিসেম্বর) মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে সাদা পোশাকের ক্রিকেটেও ম্যাচ জয়ের পঞ্চাশ পূর্ণ করেছেন তিনি।

ম্যাচের পর কোহলিকে অভিনন্দন জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। টুইটে বিসিসিআই লিখেছে, ‘অভিনন্দন, বিরাট কোহলি, আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই ৫০ জয় পাওয়া প্রথম খেলোয়াড়।'

মুম্বাই টেস্ট যে ভারত জিততে চলেছে তার আভাস পাওয়া যাচ্ছিল আগে থেকেই। দুই দিনের বেশি সময় হাতে নিয়ে নিউজিল্যান্ডকে ৫৪০ রানের টার্গেট দিয়েছিল ভারত। কিউইদের জন্য এটা প্রায় অসম্ভব ব্যাপারই ছিল। শেষ পর্যন্ত তারা হেরেছে ৩৭২ রানের বিশাল ব্যবধানে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জার্সিতে ৯৫ টি ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে তিনি প্রায় ৫২ গড়ে করেছেন ৩ হাজার ২২৭ রান। তার খেলা ৯৫ ম্যাচের ৫৯টি তে জয় পেয়েছে ভারত।

ভারতের হয়ে ওয়ানডেতে ২৫৪ টি ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ভারত জয় পেয়েছে ১৫৩ ম্যাচে। আর সাদা পোশাকের ক্রিকেটে এখনও পর্যন্ত ৯৭টি টেস্ট খেলেছেন ভারত অধিনায়ক।