ভারত- নিউজিল্যান্ড সিরিজ

অশ্বিন-যাদবের স্পিন ভেলকিতে ভারতের ৩৭২ রানের জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:40 সোমবার, 06 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মুম্বাই টেস্টের চতুর্থ দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র পাঁচ উইকেটের। এ দিনের প্রথম সেশনে তা খুব সহজেই করে ফেলেছে ভারতের স্পিনাররা। নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির দল। ফলে ঘরের মাঠে ভারত সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে।

এদিন শুরুতে আঘাত হানেন জয়ন্ত যাদব। ১৮ রান করা রাচিন রবীন্দ্রকে প্যাভিলিয়নে ফেরান তিনি। নিজের পরের ওভারেই কাইল জেমিসন ও টিম সাউদিকে শুন্য রানে ফিরিয়েছেন তিনি।

একই স্পেলে নিজের পরের ওভারে বোলিং করতে এসে উইলিয়াম সমারভিলকেও (১) ফিরিয়েছেন যাদব। অপরপ্রান্তে হেনরি নিকোলস একাই কিছুক্ষণ লড়াই চালিয়ে গেছেন। যদিও শেষরক্ষা হয়নি। শেষ উইকেটে এসে তাকে ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

ব্যক্তিগত ৪৪ রানে নিকোলসের বিদায়ের মাধ্যমে নিশ্চিত হয় কিউইদের পরাজয়। আগের দিন ১৪০ রানে পাঁচ উইকেট হারানো দলটি এদিন অলআউট হয়েছে ১৬৭ রানে। ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন ও যাদব চারটি করে উইকেট নেন। বাকি উইকেটটি নেন অক্ষর প্যাটেল।

কানপুর টেস্ট ড্র হওয়ার পর আজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজাকে ছাড়াই মুম্বাই টেস্ট খেলতে নেমেছিল ভারত। এই তিনজনের মতো ইনজুরিতে পড়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও।

যদিও ম্যাচের প্রথম ইনিংসে দাপট দেখায় কিউইরা। ভারতকে ৩২৫ রানে অলআউট করার পথে সেই ইনিংসে একাই ১০ উইকেট নেন এজাজ প্যাটেল। জিম লেকার ও অনিল কুম্বলের পর ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এমনটা করেছিলেন তিনি।

এরপর নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয় মাত্র ৬২ রানে। ভারত অবশ্য তাদের ফলোঅনে ফালায়নি। নিজেরা ব্যাটিংয়ে নেমে করে সাত উইকেটে ২৭৬ রান। কিউইদের সামনে ৫৪০ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। শেষ পর্যন্ত পরাজিতই হলো উইলিয়ামসনবিহীন নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত (প্রথম ইনিংস)- ৩২৫/১০ (১০৯.৫ ওভার) (আগারওয়াল ১৫০, অক্ষর ৫২, শুভমান ৪৪; প্যাটেল ১০/১১৯)

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৬২/১০ (২৮.১ ওভার) (জেমিসন ১৭,লাথাম ১০; অশ্বিন ৪/৮, সিরাজ ৩/১৯)

ভারত (দ্বিতীয় ইনিংস)- ২৭৬/৭ (৭০ ওভার) (ডিক্লে.) (পূজারা ৪৭, আগারওয়াল ৬২, কোহলি ৩৬; প্যাটেল ৪/১০৬, রবীন্দ্র ৩/৫৬)

নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ১৬৭/১০ (৫৬.৩ ওভার) (মিচেল ৬০, নিকোলস ৪৪; অশ্বিন ৪/৩৪, যাদব ৪/৪৯)