অ্যাশেজ ২০২১

অ্যাশেজে রুটের অধিনায়কত্বের পরীক্ষা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:36 রবিবার, 05 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী বুধবার ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হচ্ছে এবারের অ্যাশেজ সিরিজ। সফরকারী ইংল্যান্ডের জন্য সিরিজটি মোটেই সহজ হবে না। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ তারা অ্যাশেজ জিতেছিল এক দশক আগে।

এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে ২৫ টেস্ট খেললেও ইংলিশরা জিতেছে কেবল ৪টিতে। সর্বশেষ ১০ টেস্টের ৯টিতেই হেরেছে তারা। আবারও অধিনায়ক হিসেবে অ্যাশেজ খেলতে যাচ্ছেন জো রুট।

এর আগে ২০১৭ সালের অ্যাশেজে অজিদের বিপক্ষে ৪-০ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। এবারের অ্যাশেজকে অধিনায়ক হিসেবে নিজেকে মূল্যায়নের সেরা মঞ্চ মনে করছেন এই রুট।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'ইংলিশ অধিনায়ক ও ইংল্যান্ড দলের জন্য অস্ট্রেলিয়ায় জেতা কতটা কঠিন তা অনেক বছর ধরেই দেখা যাচ্ছে। এখানে (আমাদের জয়) সচরাচর দেখা যায় না। তাই অবশ্যই এটা (অ্যাশেজ) আমার অধিনায়কত্বের নির্ণায়ক হতে যাচ্ছে।'

সর্বশেষ অ্যাশেজেও অজিদের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিতে পারেনি ইংল্যান্ড। তাদের সেই সিরিজে ২-২ ব্যবধান ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার প্রতিপক্ষের মাঠেই অ্যাশেজ জয়ের পরিকল্পনা আঁটছেন রুট।

তিনি বলেন, 'এমন কিছু যে হবে না (সহজ), সেটা ভাবার মতো বোকা আমি নই। তবে এটা দারুণ একটি সুযোগ। আসছে চ্যালেঞ্জ নিয়ে আমি রোমাঞ্চিত এবং সিরিজ শুরু করতে তর সইছে না।'