পিএসএল

করাচির প্রধান কোচের দায়িত্বে মোরেস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:45 রবিবার, 05 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন পিটার মোরেস। শুধু আসন্ন পিএসএলের আসরের জন্য তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।

মোরেস দুই মেয়াদে ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন করেছেন। এদিকে আগামী ২৭ জানিয়ারি থেকে এই ইংলিশ কোচের দায়িত্ব শুরু হচ্ছে করাচির হয়ে।

ইংলিশ কাউন্টি দল নটিংহ্যামশায়ারের প্রধান কোচের দায়িত্ব পেয়ে করাচির দায়িত্ব ছেড়েছেন হার্শেল গিবস। এবার তারই স্থলাভিষিক্ত হয়েছেন মোরেস।

পিএসএলের ২০২০ মৌসুমের শিরোপা জিতেছিল করাচি। যদিও গত আসরে তারা চতুর্থ অবস্থানে থেকে আসর শেষ করেছিল। নক আউট এলিমিনেটরে পেশওয়ার জালমির সঙ্গে হেরে তারা বিদায় নিয়েছিল।

নতুন এই দায়িত্ব পেয়ে মোরেস বলেছেন, 'করাচি পরিবারের সঙ্গে যোগ দেয়াটা খুবই রোমাঞ্চকর। দলের সঙ্গে যোগ দেয়ার জন্য আমার তর সইছে না। বিশ্বব্যপী অন্যতম সেরা টুর্নামেন্ট হিসেবে জনপ্রিয় সমাদৃত পিএসএল। এর মূল শক্তি স্থানীয় প্রতিভাবান ক্রিকেটাররা।'