বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বাংলাদেশের পেসারদের ১০ এর মধ্যে ৫-৬ দেবেন বাবুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:19 রবিবার, 05 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে বাংলাদেশের হতাশার আরেক নাম পেস বোলিং। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে এবাদত হোসেন ২টি উইকেট নিয়েছিলেন। তার সঙ্গী আবু জায়েদ রাহী ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে দুই পেসারের কেউই কোনো উইকেট পাননি।

পেসারদের হতশ্রী বোলিং দেখা যাচ্ছে চলমান ঢাকা টেস্টেও। বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৬ ওভার। এদিন শুরু থেকেই দুই পেসারকে দিয়ে নিজেদের আক্রমণ শুরু করেছিল বাংলাদেশ। তাদের লাইন লেন্থের কোন বালাই ছিল না।

দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে পেস আক্রমণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। অন্য দেশের পেস আক্রমণের সঙ্গে নিজেদের আক্রমণের তুলনা দিতে গেলে ১০ এর মধ্যে ৫-৬ পাবেন টাইগাররা এমনটাই মনে করেন তিনি।

বাবুল বলেন, 'আমাদের স্পিনাররা ভালো। উইকেট কন্ডিশন বিবেচনায় আমাদের স্পিনাররা পেসারদের চেয়ে এগিয়ে থাকে। অন্যান্য দেশের সাথে আমাদের পেসারদের যদি তুলনা করেন ১০ এর মধ্য ৫-৬ দেব।'

বাংলাদেশের এই ফিল্ডিং কোচ মনে করেন এই টেস্ট সিরিজ জুড়েই পাকিস্তানের পেসাররা ডমিনেট করছেন। বাংলাদেশের পেসাররা তাদের থেকে মানসিকভাবেও পিছিয়ে আছে বলে ধারণা তার। বিশেষ কিছু করতে গিয়েই মানসিকতার জায়গাটা নড়বড়ে হয়ে যাচ্ছে টাইগার পেসারদের।

বাবুলের ভাষ্য, 'ওদের পেস বোলাররা খুব তাড়াই ডমিনেট করছে। উইকেট নিচ্ছে। আমাদের পেস বোলাররা মেন্টালি যদি কমপেয়ার করি উইকেট নেওয়ার জন্য এক্সটা কোনকিছু করতে গিয়ে জায়গা নড়ে যাচ্ছে।'