ভারত-নিউজিল্যান্ড সিরিজ

পরাজয়ের প্রহর গুনছে নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:09 রবিবার, 05 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মুম্বাই টেস্টের তৃতীয় দিন ভারতের চেয়ে ৪০০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। কিউইদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৪০ রান। সফরকারীদের হয়ে হ্যানরি নিকোলস ৩৬ ও রাচিন রবীন্দ্র ২ রান নিয়ে অপরাজিত আছেন।

এর আগে দ্বিতীয় দিন ২৬৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমেছিল ভারত। দিন শেষে তাদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৬৯ রান নিয়ে। 

আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মায়াঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পূজারা মিলে ওপেনিং জুটিতে ১০৭ রান তুলেছেন। পূজারা আউট হয়েছেন ৪৭ রান করে।

মায়াঙ্ক ৬২ রান তুলে ফিরে গেছেন সাজঘরে। শুভমান গিল ৪৭ রান করে আউট হয়েছেন। এরপর বিরাট কোহলির ৩৬ রানে ভর করে ৭ উইকেটে ২৭৬ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত।

জবাবে খেলতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে কিউইরা। নিউজিল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটারকেই ফিরিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। টম লাথাম ৬ রান করে এলবিডব্লিউ হয়েছেন।

আরেক ওপেনার উইল ইয়ং আউট হয়েছেন ২০ রান করে। আর রস টেলর ফিরে যান ৬ রান করে। যদিও একপ্রান্ত আগলে রেখে ড্যারেল মিচেল খেলেছেন ৬০ রানের ইনিংস।

শেষদিকে কোনো রান না করে টম ব্লান্ডেল ফিরে গেলে রাচিন রবীন্দ্রকে নিয়ে দিনের খেলা শেষ করেন নিকোলস। 

সংক্ষিপ্ত স্কোর-

ভারত (প্রথম ইনিংস)- ৩২৫/১০ (১০৯.৫ ওভার) (আগারওয়াল ১৫০, অক্ষর ৫২, শুভমান ৪৪; প্যাটেল ১০/১১৯)

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৬২/১০ (২৮.১ ওভার) (জেমিসন ১৭,লাথাম ১০; অশ্বিন ৪/৮, সিরাজ ৩/১৯)

ভারত (দ্বিতীয় ইনিংস)- ২৭৬/৭ (৭০ ওভার) (পূজারা ৪৭, আগারওয়াল ৬২, কোহলি ৩৬; প্যাটেল ৪/১০৬, রবীন্দ্র ৩/৫৬)

নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ১৪০/৫ (৪৫ ওভার) (মিচেল ৬০, নিকোলস ৩৬*; অশ্বিন ৩/২৭)