দক্ষিণ আফ্রিকা- ভারত সিরিজ

দক্ষিণ আফ্রিকা সফরে রাহানের জায়গায় আইয়ারকে চান হরভজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:51 রবিবার, 05 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না আজিঙ্কা রাহানের। আর তাই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ারকে চান হরভজন সিং। ইনফর্ম আইয়ারে মন ভরেছে ভারতের বিশ্বকাপজয়ী এই স্পিনারের।

নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টে বিশ্রামে ছিলেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। যার ফলে সেই ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন রাহানে। কানপুর টেস্টের দুই ইনিংসে রাহানে করেন যথাক্রমে ৩৫ ও ৪ রান। যদিও ইনজুরির কারণে মুম্বাই টেস্টে খেলছেন না তিনি।

ব্যাট হাতে এই বছর খুবই বাজে কেটেছে রাহানের। ২০২১ সালে মাত্র ১৯.৬ গড়ে রান করেছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার। এদিকে চলমান সিরিজে টেস্ট অভিষেক হওয়া আইয়ার ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন। তার ব্যাটে এসেছে ১১৪ ও ৬৫ রানের দুটি ম্যাচ বাঁচানো ইনিংস।

আইয়ারের ফর্মে মুগ্ধ হয়ে হরভজন বলেন, 'আইয়ার দারুণ ব্যাটিং করেছে। সে তার মেধা দেখিয়েছে। মিডল অর্ডারে সে দারুণভাবে সুযোগ কাজে লাগিয়েছে। আজিঙ্কা রাহানে রান করছে না। সামনের দিকে যদি দেখেন আইয়ারই ভারতের সঠিক সমাধান।

'দক্ষিণ আফ্রিকা সিরিজে রাহানে ভারতের স্কোয়াডে থাকবে কিনা জানি না। তবে আমি যেটা মনে করি, মিডল অর্ডারে আইয়ার নিজেকে প্রমাণ করেছে। দল নির্বাচনে কী হয় সেটাই এখন দেখার।'

ওমিক্রন ভাইরাসের কারণে শঙ্কায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। যদিও শেষ পর্যন্ত জানা গেছে, টি-টোয়েন্টি সিরিজ ছাড়া বাকি দুটো সিরিজ যথাসময়েই অনুষ্ঠিত হবে।